ক্রিমিয়ার পরিনতি দেখেও কি তোমরা কোন শিক্ষা নেবেনা ?
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১৯ মার্চ, ২০১৪, ০৯:২১:১৬ সকাল
★ ক্রিমিয়া এখন রাশিয়া ★
সোমবার ক্রিমিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন সেখানকার নেতারা। অথচ ঠিক তার পরের দিনই মঙ্গলবার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় যোগ দিল তারা !!! এ কেমন স্বাধীনতা ?
“ককেসাশের পাহাড়” - সাইমুম সিরিজের অন্যতম বই । এই বইটি পড়েই প্রথম পরিচয় ঘটে সমুদ্র বন্দর বাকু আর উপকূলীয় শহর আলুশতার সাথে । সাম্রাজ্যবাদের ছোবলে রক্তে রাঙ্গা ক্রিমিযার ময়দান । কত রক্ত নদী পারি দিয়ে রাশিয়ার পতন;স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রী ক্রিমিয়ার সৃষ্টি !!! কিন্তু রাজনৈতিক বন্ধত্য ও সাংস্কৃতিক গোলামি ফল স্বরুপ আজ আবারো সেই রাশিয়ার কাছেই তার স্বতিত্ব বিলিয়ে দিল ক্রিমিয়া !!! হে স্বদেশ তোমার ভাগ্য কি অপেক্ষা করছে ..................?
হে উযবুক চেতনাধারী উৎভ্রান্ত যুবকেরা, ইউক্রেন থেকে কি তোমাদের শেখার কিছু নেই ? ক্রিমিয়ার পরিনতি দেখে কি তোমরা কোন শিক্ষা নেবেনা ? আজ ক্রিমিয়া যেভাবে রাশিয়ার কাছে তার স্বতিত্ব বিলিয়ে দিল ।
সেদিন আর খুব বেশি দুরে নয় ; যে দিন তোমাদের ভারত মাতার এমন মামার বাড়ীর আবদারে চেৎনা ধারীরা এভাবেই বাংলাদেশ নামের এই ভুখন্ডকে বিলিয়ে দেবে !!!
বিষয়: রাজনীতি
১২৩৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন