আজ মিরপুরে জিতেছে ক্রিকেট হেরেছে ফ্যাস্টিস !ヅ
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ০৮ মার্চ, ২০১৪, ০৫:৩০:৩০ বিকাল
কতইনা চিল্লাচিল্লি ,হুমকি-ধমকি । কোথায় গেল আজ সেই হুমকি-ধমকি চিল্লাচিল্লি ? আজও তো মিরপুরে বসেছে পাকিস্তানি ক্রিকেট সর্মথকদের মেলা !!! কি কোন কাজ দিয়েছে তোমাদের চিল্লাচিল্লি,হুমকি-ধমকিতে? মিরপুরে পাহারা বসাইবো হেন করবো -তেন করবো ব্লা...ব্লা.... । খেলাতো চলতেছে ....ফাহাদ-আকমলের চারের সাথে হাসছে সারা স্টেডিয়াম আবার মিজবাহর আউটে স্তব্দ হয়ে পরছে সারা মিরপুর ।
যে মেয়ে গুলো তোমাদের কথায নাচে ,দেখ গিয়া সেই মেযে গুলোই পাকিস্তানি জার্সি গায়ে স্টেডিয়াম মাতাচ্ছে । যে ছেলেরা তোমাদের ছেলেরবেটি মানে, তারাই পাকিস্তানের পতাকা হাতে স্টেডিয়াম প্রদক্ষিন করছে। তাহলে কেন সেই পাগলাপাগলি ? মানুষের স্বপ্রনোদিত ভালোবাসা-আনন্দকে কি কোন বাধা আটকাতে পারে ?
খেলা=খেলাই । এটা শুধু তোমরা শাহবাগী ফ্যাস্টিস গুলোই বুঝনা । সাধারনেরা বুঝে । তোমরাই চেৎনা নিয়ে ব্যাবসা কর, সাধারনেরা করেনা ।
পাকিস্তানের ক্রিকেট দলকে সমর্থন করিতে দেখে যারা ফেইসবুক আহাজারি করতেছ। বাংলাদেশের বিরাট অংশকে কষ্ট করিয়া রাজাকার তকমা দিচ্ছ। যারা আজ বাংলাদেশের পতাকা হাতে স্টেডিয়ামে যাইতে নসিহত করিছেন। পাকিস্তানি পতাকা ঠেকানোর ঘোসনা দিছেন । তাঁহা আজ বিপুল বিস্ময়ে লক্ষ করে নিস্চয় আস্চার্য হয়েছেন কারন স্টেডিয়ামের পুরোটাই পাকিস্তানি সমর্থকদের দখলে।
তারা কোনদিন জানতে পারবেনা, যে উনাদের নসিহত শুনিয়া অথবা গালাগালিতে বিব্রত হইয়া কেউ কেন শ্রীলঙকা কে সমর্থন করছে না। পাকিস্তানকে সমর্থন করছে, খেলার টানে - ক্রিকেটের টানে-হৃদয়ের টানে। বাংলাদেশ জিতলে যেমন পাগল এ সমর্থকরা ,তেমনি পাকিস্তানের বিজয়েও খুশি এই পাগল আবেগপ্রবন সমর্থকেরা। হারলে তারাই কাদিয়া কাটিয়া বুকও ভাসাবে মিরপুরে !!!
তো এ পাকিস্তানি সমর্থকদের দেখে শাহবাগীরা কি ভাবিয়া নিবেন, সারা বাংলাদেশ রাজাকার বনে গেছে ?
নাহ্ তারা বাংলাদেশি ,দেশপ্রেমিক বাংলাদেশি । তবে ফ্যাস্টিস না । ব্যাবসা করেনা চেৎনা নিয়ে । রাজনতি করেনা। ভালোবাসে পাকিস্তানি ক্রিকেট কে । শুধু তোরাই বুঝিশ না !!!
মিরপুর আবারো হেরে গেল শাহবাগীরা ক্রিকেটের কাছে !!!
বিষয়: রাজনীতি
১২৮১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ পাকিস্তান জিতুক,এইটা মনে-প্রানে কামনা করি।
চেতনাবাজদের ফিতনা আর কত ?
আজকে ভীষন মজা পাইছি যে ফাওয়াদ আলমের একটা চারে গ্যালারীতে দেখা গেছে অভিনেতা জাহিদ হাসানকে তালি দিতে ?!?!
উনি তো মহা চেতনা বাজ । দাদি বুসি । বঙ্গবন্ধুর কস্সম লাগে ।
কেমনে কি ? তলে তলে এই ধান্ধা !
পাকিস্তানের খেলা শেষে করতালি দিল।
হেইও কি রাজাকার হয়ে গেছে নাকি?
মন্তব্য করতে লগইন করুন