“রাসেল বিন সাত্তার” কে আটক করে কি প্রমান করতে চাইলো র‌্যাব ?ヅ

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৩৬:৫৭ বিকাল



এতক্ষন ধরে টিভিতে র‌্যাবের সংবাদ সম্মেলনটা দেখছিলাম। অনেকেই হয়তো ভাবতেছেন র‌্যাব একটা কামের মত কাম কইরে ফালাইছে !! কচু Call Me রাষ্টিয় নিরাপত্তা - প্রযুক্তি কাজে লাগিয়ে এমন একজনকে আটক করেছে , যে র্আন্তজাতিক বিভিন্ন সাইটে পাওয়া একটা ভিডিও লিংক তার ব্লগ ও ফেসবুকে শেয়ার করেছে মাত্র। অথচ সংবাদ সম্মেলনে র‌্যাবের মিডিয়া র্কতৃপক্ষ অনেকটা ইনিয়ে যা বোঝাতে চাইলো, তা হলো টাঙ্গাইলের মাঝিপাড়ার ঐ রাসেল বিন সাত্তার আল-জাওয়াহিরির নামে কথিত অডিও বার্তা ওয়েবসাইটে প্রচারের জন্য প্রধান দায়ী !!

অথচ,

আল-কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরির কথিত প্রায় ২৯ মিনিটের অডিও বার্তাটি ২০১৩ সালের ৪ নভেম্বর প্রথম “দাওয়াইল্লাহ” নামে এইকটি ওয়েবসাইট প্রচারিত হয় । এর পরে গত ১৪ জানুয়ারি অডিও বার্তাটি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে জিহাদোলজি ডট নেট (jihadology.net) নামের ওয়েবসাইটটি থেকে অডিও বার্তাটি আবারো প্রচার করা হয়।

এবং,

রাশেল স্পষ্ট ভাবে বলেছে :
অডিওটি জিহাদোলজি ডট নেট (jihadology.net) নামের ওয়েবসাইট থেকে পেয়েছে সে । কারন রাসেল ঐই সাইটের সাব্সক্রাইবার । সেই মতে আমি-আপনি যে কেও এমন হাজারটা সাইটের সাব্সক্রাইবার হতে পারি। তাই বলে কি সাব্সক্রাইবার মানেই অপরাধি ?

আমরা যদি একটু ভিন্ন দৃষ্টিতে দেখি এই একই অভিযোগে একাত্তর টিভির মোজাম্মেল বাবুরেও গ্রেফতার করা দরকার । কারন রাসেল বিন সাত্তার যেমন ইন্টারনেটে পাওয়া লিংক প্রচার করেছে তার ব্লগে ,তেমনি একাত্তর টিভি ঐ ভিডিও প্রচার করেছে !! এখানে দুই জনই প্রচারক । অথচ র‌্যাব এমন ভাব নিয়া সংবাদ সম্মেলন করলো, যে রাসেল -ই আলকায়দার প্রচার সম্পাদক !!!

আর তারও একধাপ এগিয়ে কোন তথ্য প্রমাণ ছাড়াই ৭১টিভি ,চ্যানেল 24 ও বিডিনিউজ বলতেছে রাসেল নাকি “বাশের কেল্লার” এডমিন !!! অথচ র‌্যাবের মিডিয়া র্কতৃপক্ষ স্পষ্ট করেই বলেছে রাসেল বিন সাত্তার “বাশের কেল্লার র্ভাসন 2” [https://www.facebook.com/basherkellaversion2]এর এডমিন। “বাশের কেল্লার” নামের সাথে বাল-ছাল হাজার নাম যুক্ত করা তো লক্ষটা পেইজ আছে । তার মানে কি সবাই “বাশের কেল্লার” এডমিন !!!

সত্যি ভাবতে অবাক লাগে , এই আমাদের দেশের নিরাপত্তা বাহীনির স্পেশাল ব্রাঞ্চ !!! এই আমাদের মিডিয়া !!!

তাই বলি,

সত্যিকারেই যদি এই বিষয়টির সমাধানের ইচ্ছা থাকে , তবে মুল হোতাদের ধরুন। এইসব নিরিহ ছেলেপেলেকে ধরে খোকাখুকির খেলা খেইলেন না

বিদ্র : এখানে আমি ঐ ছেলেটির পক্ষে বলিনি ,বরং র‌্যাব নাটকের সমালোচনা করেছি !!!

বিষয়: রাজনীতি

১৬৮৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178960
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাইরে সবই ডিজিটাল কারবার।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৬
131990
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : হুমYahoo! Fighter
178967
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৫
আমি মুসাফির লিখেছেন : ডিজেল সরকারের পক্ষে সবই সম্ভব । এরা কি খেয়ে লেখা পড়া করেছে জানিনা । তবে এরাযে উচি্ছষ্ট পছন্দ করে তাই বুঝা যাচ্ছে ।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৬
131991
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : Crying
178977
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৮
তাবাসসুম তাহরিমা লিখেছেন : এসব বাকশালী সরকারের সাজানো নাটক। পাবলিকের আই-ওয়াশের নিমিত্তে রচিত।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৬
131992
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : Winking
178984
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৬
অজানা পথিক লিখেছেন : সত্যিকারেই যদি এই বিষয়টির সমাধানের ইচ্ছা থাকে , তবে মুল হোতাদের ধরুন। এইসব নিরিহ ছেলেপেলেকে ধরে খোকাখুকির খেলা খেইলেন না Call Me সহমত
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৫
132002
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : Call Me স
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৬
132006
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৭
132007
অজানা পথিক লিখেছেন : ?
178990
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হায়রে ডিজিটাল!!
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৬
132005
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ
179012
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আজ দেশটাই একটা নাটক মঞ্চ
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৬
132146
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ
179044
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০১
মাজহার১৩ লিখেছেন : জজ মিয়া বানানোর প্রচেষ্টা , গোয়েন্দা সংস্থার উপর মানুষের আস্থার সঙ্কট তৈরী করবে।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৬
132145
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ
179062
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
শিকারিমন লিখেছেন : রাসেল বিন সাত্তার বাংলার ওসামা বিন লাদেন হা হা হা !!!
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৬
132144
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File