রোহিঙ্গা-বিহারীতে গা জ্বলে, ভারতীতে সুখ ... ! ! !
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:০০:৩০ রাত
# আরকানের মজলুম রোহিঙ্গারা জানের মায়ায় তোমাদের মাটিতে পরবাসি, তাই তোমাদের গা জ্বলে ! রামুতে হামলায় তাদের ইন্ধন খোজ ! এতদাঞ্চলে সকল অপ-তৎপড়তায় তাদের সংস্লিষ্টতার দাবী কর ! মুরগীর বাচ্চার মত যখন যেখানে ইচ্ছা যাচ্ছেতাই কর ওই মজলুমদের সাথে । কারন তারা রোহিঙ্গা !
# এই মাটিকে ভালোবেসে একাত্তরের পড়েও বাংলাদেশে থেকে যাওয়া বিহারীদের পাকিস্তান পাঠাতে তোমাদের তৎপড়তার কোন শেষ নাই ! কারন তারা বিহারী !
কিন্তু.....
# তোমাদের থেকে অর্থে-বিত্তে-আকারে বড় ও স্বাধীন একটি [ভারতীয়] দেশের প্রায় পাঁচ লক্ষ নাগরিক কোনপ্রকার ওয়ার্ক পারমিট ছাড়াই অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে জেনেও তাদের নিয়ে তোমাদের কোন বোল নাই* ! ! !
# রোহিঙ্গা - জানের মায়ায়, বিহারীরা পরিস্থিতির শিকার হয়ে বাংলাদেশে অবস্থান করছে এটা সবাই জানে, কেও কি বলতে পারবেন কিসের মায়ায় পাঁচ লক্ষ ভারতীয় এই দেশে অবস্থান করে ??? যখন অর্থে-বিত্তে-কার্য ক্ষেত্রে সবদিক দিয়ে তারা এগিয়ে !
# সব রোহিঙ্গা-বিহারী মিলে কয় লক্ষ মানুষ হবে ,যারা এদেশে অবস্থান করছে ??? নিস্চয় পাঁচ লক্ষ হবেনা ! ! ! তবে কেন এত বড় সংখ্যায় বাংলাদেশে ভারতীয়দের অবৈধ অবস্থান নিয়ে কেও প্রশ্ন তোলেনা ??? কেন দেশের কোন নাশকতায় ভারতীদের সংস্লিষ্টতা খোজা হয়না ??? কখন একটি বিশেষ দেশের নাগরিকদের জন্য নিজের শ্রম বাজারকে এভাবে উন্মুক্ত করে দেয়া হয় সরকার ???
_______________________________________
*'সিলিকন ইন্ডিয়া'র প্রতিবেদন অনুযায়ী ভারতে রেমিটেন্স সরবরাহকারী পঞ্চম শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ! প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের অনেক নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে এবং কোনপ্রকার ওয়ার্ক পারমিট ছাড়াই আমাদের দেশের পোষাক শিল্প, এনজিও এবং সুতা/কাপড় শিল্পে উচ্চ বেতনে কাজ করছে ।
* http://www.siliconindia.com
বিষয়: রাজনীতি
১০৯৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
• নামাজি / মুসুল্লি = সাম্প্রদায়িক/উগ্রপন্থী/মৌলবাদী/প্রতিক্রিয়াশীল/সন্দেহভাজন জঙ্গি!
• হিন্দু/খৃষ্টান/বৌদ্ধ (গেরুয়া পোশাক পরিহিত) = ধর্ম গুরু/বাবা/শান্তিকামী/ধার্মিক!
• বোরকা পরিহিতা/স্কার্ফ পরা নারী = রক্ষণশীল/অনগ্রসর/প্রগতিবিমুখ/সন্দেহভাজন!
• সর্ট কামিজ/গলায় ওড়না পেঁচানো = বাঁধ ভেঙে দাও/আলো আসবেই/চলো বহুদূর!
• স্লিভলেস পোশাক পরিহিতা = সম্ভ্রান্ত/মহীয়সী/মানবাধিকার-কর্মী/সমাজ-সেবক!
• মুজিব কোট পরিহিত = স্বনামধন্য রাজাকার হলেও যুদ্ধাপরাধী নন/স্বাধীনতার পক্ষ!
• কুরআন/হাদীস/ইসলামী বই-সিডি-প্রকাশনা = জিহাদী বই-সিডি/হিট-লিস্ট/ব্লু-প্রিন্ট!
• কুরআন-শিক্ষা/আলোচনা/ধর্মীয় অনুষ্ঠান = ব্যাপক নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক!
• ওরস মোবারক/দেওয়ানবাগী/মাইজ-ভাণ্ডারী/ইছালে ছওয়াব = ছহীহ্ ধর্মীয় অনুষ্ঠান!
• ওপেন-কনসার্ট/সেমি-ক্লোজড আসর/ক্লোজড বার = উত্তাল মনমাতানো মিলনমেলা!
• সরকারের দুর্নীতি-ব্যর্থতা-নির্যাতনের বিরুদ্ধে বলা = যুদ্ধাপরাধের বিচার বানচালের চেষ্টা!
• সুকৌশলে সরকারের পক্ষে খবর পরিবেশক সুযোগ-সন্ধানী চতুর-চক্র = সুশীল মিডিয়া!
• দেশ ও জনগণের স্বার্থ-বিরোধী অপকর্মের খবরের পরিবেশক = প্রতিক্রিয়াশীল মিডিয়া!
• সরকারের গঠনমুখী সমালোচনা = স্বাধীনতা-মুক্তিযুদ্ধ-বিরোধী/রাষ্ট্রদ্রোহী অপতৎপরতা!
• সরকারের সমর্থনে পুলিশ প্রহরায় বামদের হরতাল = জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন/সফল!
• পুলিশ-গুলির মুখে বিরোধীদের হরতাল = সহিংসতা/জনগণের প্রত্যাখ্যান/চরম দুর্ভোগ!
• ছাত্রলীগ/যুবলীগের সন্ত্রাস/আক্রমণ/প্রতিরোধ = বিক্ষুব্ধ জনতার হামলা/অজ্ঞাতনামা দুর্বৃত্ত!
• সাধারণ মানুষ/মুসুল্লিদের সংগ্রাম = জামায়াত-শিবিরের জঙ্গি-তৎপরতা/বিএনপি’র ইন্ধন!
এত বড় একটা দেশ ! আফসোস হয় তাদের জন্য ।
মন্তব্য করতে লগইন করুন