রোহিঙ্গা-বিহারীতে গা জ্বলে, ভারতীতে সুখ ... ! ! !

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:০০:৩০ রাত

# আরকানের মজলুম রোহিঙ্গারা জানের মায়ায় তোমাদের মাটিতে পরবাসি, তাই তোমাদের গা জ্বলে ! রামুতে হামলায় তাদের ইন্ধন খোজ ! এতদাঞ্চলে সকল অপ-তৎপড়তায় তাদের সংস্লিষ্টতার দাবী কর ! ‍মুরগীর বাচ্চার মত যখন যেখানে ইচ্ছা যাচ্ছেতাই কর ওই মজলুমদের সাথে । কারন তারা রোহিঙ্গা !

# এই মাটিকে ভালোবেসে একাত্তরের পড়েও বাংলাদেশে থেকে যাওয়া বিহারীদের পাকিস্তান পাঠাতে তোমাদের তৎপড়তার কোন শেষ নাই ! কারন তারা বিহারী !

কিন্তু.....

# তোমাদের থেকে অর্থে-বিত্তে-আকারে বড় ও স্বাধীন একটি [ভারতীয়] দেশের প্রায় পাঁচ লক্ষ নাগরিক কোনপ্রকার ওয়ার্ক পারমিট ছাড়াই অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে জেনেও তাদের নিয়ে তোমাদের কোন বোল নাই* ! ! !

# রোহিঙ্গা - জানের মায়ায়, বিহারীরা পরিস্থিতির শিকার হয়ে বাংলাদেশে অবস্থান করছে এটা সবাই জানে, কেও কি বলতে পারবেন কিসের মায়ায় পাঁচ লক্ষ ভারতীয় এই দেশে অবস্থান করে ??? যখন অর্থে-বিত্তে-কার্য ক্ষেত্রে সবদিক দিয়ে তারা এগিয়ে !

# সব রোহিঙ্গা-বিহারী মিলে কয় লক্ষ মানুষ হবে ,যারা এদেশে অবস্থান করছে ??? নিস্চয় পাঁচ লক্ষ হবেনা ! ! ! তবে কেন এত বড় সংখ্যায় বাংলাদেশে ভারতীয়দের অবৈধ অবস্থান নিয়ে কেও প্রশ্ন তোলেনা ??? কেন দেশের কোন নাশকতায় ভারতীদের সংস্লিষ্টতা খোজা হয়না ??? কখন একটি বিশেষ দেশের নাগরিকদের জন্য নিজের শ্রম বাজারকে এভাবে উন্মুক্ত করে দেয়া হয় সরকার ???

_______________________________________

*'সিলিকন ইন্ডিয়া'র প্রতিবেদন অনুযায়ী ভারতে রেমিটেন্স সরবরাহকারী পঞ্চম শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ! প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের অনেক নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে এবং কোনপ্রকার ওয়ার্ক পারমিট ছাড়াই আমাদের দেশের পোষাক শিল্প, এনজিও এবং সুতা/কাপড় শিল্পে উচ্চ বেতনে কাজ করছে ।

* http://www.siliconindia.com

বিষয়: রাজনীতি

১০৯৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177983
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মজলুম ওরা ওদের বিরোদ্ধে অপপ্রচার বনহ করতে হবে ,আপনাকে অনেক ধন্যবাদ।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৬
131080
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : হুম, ভারতীয় উপনিবেশবাদ নিয়েও সচেতন হতে হবে .
177990
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৩
ভিশু লিখেছেন : • টুপি-দাঁড়িবিশিষ্ট সাধারণ মানুষ = জামায়াত-শিবির/স্বাধীনতার বিপক্ষ শক্তি!

• নামাজি / মুসুল্লি = সাম্প্রদায়িক/উগ্রপন্থী/মৌলবাদী/প্রতিক্রিয়াশীল/সন্দেহভাজন জঙ্গি!

• হিন্দু/খৃষ্টান/বৌদ্ধ (গেরুয়া পোশাক পরিহিত) = ধর্ম গুরু/বাবা/শান্তিকামী/ধার্মিক!

• বোরকা পরিহিতা/স্কার্ফ পরা নারী = রক্ষণশীল/অনগ্রসর/প্রগতিবিমুখ/সন্দেহভাজন!

• সর্ট কামিজ/গলায় ওড়না পেঁচানো = বাঁধ ভেঙে দাও/আলো আসবেই/চলো বহুদূর!

• স্লিভলেস পোশাক পরিহিতা = সম্ভ্রান্ত/মহীয়সী/মানবাধিকার-কর্মী/সমাজ-সেবক!

• মুজিব কোট পরিহিত = স্বনামধন্য রাজাকার হলেও যুদ্ধাপরাধী নন/স্বাধীনতার পক্ষ!

• কুরআন/হাদীস/ইসলামী বই-সিডি-প্রকাশনা = জিহাদী বই-সিডি/হিট-লিস্ট/ব্লু-প্রিন্ট!

• কুরআন-শিক্ষা/আলোচনা/ধর্মীয় অনুষ্ঠান = ব্যাপক নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক!

• ওরস মোবারক/দেওয়ানবাগী/মাইজ-ভাণ্ডারী/ইছালে ছওয়াব = ছহীহ্‌ ধর্মীয় অনুষ্ঠান!

• ওপেন-কনসার্ট/সেমি-ক্লোজড আসর/ক্লোজড বার = উত্তাল মনমাতানো মিলনমেলা!

• সরকারের দুর্নীতি-ব্যর্থতা-নির্যাতনের বিরুদ্ধে বলা = যুদ্ধাপরাধের বিচার বানচালের চেষ্টা!

• সুকৌশলে সরকারের পক্ষে খবর পরিবেশক সুযোগ-সন্ধানী চতুর-চক্র = সুশীল মিডিয়া!

• দেশ ও জনগণের স্বার্থ-বিরোধী অপকর্মের খবরের পরিবেশক = প্রতিক্রিয়াশীল মিডিয়া!

• সরকারের গঠনমুখী সমালোচনা = স্বাধীনতা-মুক্তিযুদ্ধ-বিরোধী/রাষ্ট্রদ্রোহী অপতৎপরতা!

• সরকারের সমর্থনে পুলিশ প্রহরায় বামদের হরতাল = জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন/সফল!

• পুলিশ-গুলির মুখে বিরোধীদের হরতাল = সহিংসতা/জনগণের প্রত্যাখ্যান/চরম দুর্ভোগ!

• ছাত্রলীগ/যুবলীগের সন্ত্রাস/আক্রমণ/প্রতিরোধ = বিক্ষুব্ধ জনতার হামলা/অজ্ঞাতনামা দুর্বৃত্ত!

• সাধারণ মানুষ/মুসুল্লিদের সংগ্রাম = জামায়াত-শিবিরের জঙ্গি-তৎপরতা/বিএনপি’র ইন্ধন!
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২১
131085
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ভালো লাগলো || ধন্যবাদ ||
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৬
131164
বিন হারুন লিখেছেন : ওরা লজ্জহীন তাই যা ইচ্ছে তা বলে বেড়ায়.
178056
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ইহাই তো প্রবলেম হোতি হে
178057
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৮
বিন হারুন লিখেছেন : ওরা হচ্ছে চেতনাবাজদের দাদা, ওদের সাথে বেয়াদবি করতে চায় না. মজলুমদের উপর অত্যাচার করে তাও দাদাবাবুদের নেক নজর পাওয়ার জন্য.
178065
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : ওরা মজলুম ওদের মানবাধিকার থাকতে নাই
178068
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১০
সিকদারর লিখেছেন : রোহিংগা ও বিহারীরা প্রথমে মুসলিম তাই ওরা দোষি । ওরা যদি মুসলিম না হয়ে অন্য ধর্মের হত তাও না হলে যদি নাস্তিক হত তাহলে মজলুম হত না । ওদের জন্য আমেরিকা কাঁদত ইউরোপ কাঁদত আমাদের দেশের চুশীলরা ।
178074
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৩
হতভাগা লিখেছেন : আজ স্টার জলঝায় দেখলাম বিদ্যাবালন বাড়িতে স্বাস্থ্য সন্মত পায়খানার বসানোর প্রচারণার এড করছে ।

এত বড় একটা দেশ ! আফসোস হয় তাদের জন্য । Surprised
178107
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৪
নূর আল আমিন লিখেছেন : কারণ ওরা মুসলমান
178327
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০৯
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : খুব আফসোস লাগলো । আপনারা কেও মূল ইস্যূতে কথা বলছেন না । আমার প্রধান ইস্যূ হল কোনপ্রকার ওয়ার্ক পারমিট ছাড়াই অবৈধভাবে প্রায় পাঁচ লক্ষ ভারতীয়র নাগরিকের বাংলাদেশে অবস্থান ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File