দুটি সংবাদ ।। দুটি সংবাদপত্র ।। দুই ধরন ।। কেন ??? : হলুদে ভরা সাংবাদিকতা আর কত ???

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৩৪:৫০ দুপুর



দুটি সংবাদ-ই গতকালের প্রায় সবগুলো সংবাদপত্রের প্রথম পাতায় স্থান পেয়েছিল । [1] জামায়াত নেতা মাও: ইউসুফের মৃত্যূ ও [2] টাঙ্গাইলে ছাত্রলীগ নেতা র্কতৃক মাটি ব্যবসায়ীর দুই হাতের কব্জি কর্তন।

অথচ সংবাদ দুটি দেশের বহুল প্রচলিত দুটি পত্রিকায় এসেছে সম্পুর্ণ দুই ভাবে। যদিও সংবাদ পত্র দুটি-ই একই ধারার [বাম পন্থি] । প্রচারের দিক দিয়ে “বাংলাদেশ প্রতিদিন” প্রথম ও “ আমাদের সময়” দেশে তৃতীয় বহুল প্রচলিত দৈনিক।

ছবিতে দেয়া [1] নং সংবাদ :

জামায়াত নেতা মাও: ইউসুফের মৃত্যূ নিয়ে “বাংলাদেশ প্রতিদিন” এর শিরোনাম ছিলো : “কারাগারে জামায়াত নেতা ইউসুফের মৃত্যু” অপরদিকে সকল শৃষ্টাচার ভঙ্গ করে দেশের অন্যতম রাজনৈতিক নেতৃত্বের মৃতূতে “ আমাদের সময়” এর শিরোনাম : ‘মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন ইউসুফের মৃত্য ’ । এখানে “ আমাদের সময়” এমন ভাবে ‘ইউসুফের মৃত্য’ শব্দটি ব্যাবহার করেছে যেন তিনি ডাকাত টাইপের কেও। অথচ তিনি একটি দলের সিনিয়র নায়েবে আমীর ছিলেন । এই পৃথিবীতে লিখে গেছেন : (১) মহাগ্রস্থ আল - কোরান কি ও কেন (২) হাদিসের আলোকে মানব জীবন ১ম, ২য়, ৩য় ও ৪র্থ খন্ড (৩) দরসুল কোরান (৪) কোরানের আলোকে তিনজন মহান রসুলের জীবনী (৫) দেশ থেকে দেশান্তরে (৪টি মহাদেশের ১৫টি দেশের সফর বিবরণ) (৬) তুরস্কের ইসলামী আন্দোলন অতীত ও বর্তমান মরণ ফাঁদ (৭) দর্পণ (পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ সমূহের সংকলন) (৮) টিপাই মুখ বাঁধ ফারাক্কার চেয়েও ভয়াবহ মরণ ফাঁদ (৯) কোরান ও হাদিস আলোকে জিহাদ সহ অর্ধশতাধিক বই। যার মুল্য অনুধাবন করা ঐ দুই টাকার সাংবাদিকের পক্ষে সম্ভব নয় ।

এবার আসল কথায় আসি : একই ধরনের প্রত্রিকা হওয়ার পরেও “বাংলাদেশ প্রতিদিন” জামায়াত নেতাকে জামায়াত নেতা বলতে পারলে “ আমাদের সময়ের” কেন এমন বিকৃত উচ্চারন ???

এবার [2] নং সংবাদটি খেয়াল করুন :

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতা র্কতৃক মাটি ব্যবসায়ীর দুই হাতের কব্জি কর্তনকরার সংবাদটি “বাংলাদেশ প্রতিদিন” স্বভাবশুলভ ভাবে ‘ব্যবসায়ীর কব্জি কেটে দিল ছাত্রলীগ নেতা’ এই শিরোনামে করলেও কোন কারন ছাড়াই “আমাদের সময়” শিবিরকে জড়িয়ে শিরোনাম করেছে “ছাত্রশিবির কাটে রগ ছাত্রলীগ কবজি” । অথচ এই ঘটনার সাথে ছাত্র শিবিরের দুরতম কোন সম্পর্ক নাই । শুধু মাত্র খবরকে বায়াস করে ছাত্রলীগের অপতর্ম ঢাকার নোংরা চেষ্টা করেছে “ আমাদের সময়” । আর শিবিরের বিরুদ্ধে চিরচারিত অপপ্রচার ।

এখন প্রশ্ন হলো এভাবে হলুদ সাংবাদিকতা আর কত ? এভাবে কি সত্যকে ঢাকা দেওয়া যায় আদৌ ?? আপনারা যারা পাঠক তারা কি সিদ্ধান্ত নেবেন এর মাধ্যমে ????

সে ভার আপনাদের ওপরই রইলো .................

আহমদ মুসা ヅ ahmed musa’s blog

বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175829
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৪
ইবনে আহমাদ লিখেছেন : এদেরকে বলে কিছু করা যাবে বলে মনে হয় না। এদের পারিবারিক রুচিবোধ আর জন্মের তত্বটা জানা প্রয়োজন। তার পর ও লিখে যেতে হবে। আপনাকে ধন্যবাদ।
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৪
129616
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ |আপনাকে
175832
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০০
শফিউর রহমান লিখেছেন : আমাদের চেতনা মরে গেছে। এভাবে হাতে নাতে উদাহরণসহ আমাদের সামনে উপস্থাপিত হলে হয়তো বা কেউ কেউ বুঝতে চেষ্টা করবে বলে আশা করা যায়। তাই চোখে আঙ্গুল দিয়ে দেখানোর কাজটা করেই যেতে হবে।
আঃলীগ "একটা মিথ্যাকে দশবার বললে সত্যি হয়ে যায়" এই থিওরির উপর চলেই জনগণকে ধোঁকা দিচ্ছে। আমাদেরও মনে রাখতে হবে সত্যিটা বার বার না বললে, সেটা মিথ্যার নীচে চাপা পড়ে যাবে। যেভাবে চাপা পড়ে গেছে মুজিবের ককর্মগুলো, তার মৃত্যুকে সমবেদনার সাথে প্রচার করতে করতে।
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৬
129618
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ
175847
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৬
egypt12 লিখেছেন : এরা শয়তানের সাক্ষাত দোসর
175897
১১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শয়তানদের কাজ শয়তানি
176029
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০১
সাদাচোখে লিখেছেন : মানুষ যখন পশুতে পরিনত হয় - তখন সে যেখানে, যে স্তরে, যে ভাবে, যে প্রফেশানেই থাকুক - তার পশুত্ব প্রমান পাবেই তা সে আপনি পত্রিকার সম্পাদনায় দেখুন আর রাষ্ট্র পরিচালনায় দেখুন কিংবা কোন শিক্ষা প্রতিষ্ঠানেই দেখুন না কেন।

প্রশ্ন হল মানুষ হিসাবে আমাদের ভাবতে হবে আমরা কি এসব পশুদের সহ্য করেই যাবো, এদের বোধ ফিরে আসার জন্য প্রার্থনাই করতে থাকবো - নাকি কখনো কখনো এদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান ও চালাতে হবে?
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৯
129619
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File