▓▓▓▓ বিমর্ষ লাকি ▓▓▓▓
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১৫ এপ্রিল, ২০১৩, ০৩:৪৬:২৯ দুপুর
বিমর্ষ লাকি, সকালের পত্রিকা পড়ার পড় থেকেই মন বসছে না কিছুতেই, উদাস নয়নে জানালা দিয়ে বাহিরের খোলা আকাশটা দেখছে একমনে, আর অতীতটা ঘুরেফিরে চোখের সামনে ফিরে আসছে,
কি নেই আজকে তার, প্রভাব প্রতিপত্তি, নাম খ্যাতি, সবই হয়েছে তার, তবুও মন খারাপ কেন?
মন খারাপ কারন তার অতীতটা আজকে মতি চাচ্চু গল্পের ছলে প্রকাশ করে দিয়েছে,
...............মতি চাচ্চু সেদিন শাহবাগে এসেছিল, গল্পের ছলে হাত ধরার চেষ্টা করেছিল তার, কেনই বা ধরবে না, মতি চাচ্চুরা জানে তার পিছনের ইতিহাস, উপরে উঠার জন্য সবকিছু করতে পারে লাকিরা,
কিন্তু মুড অফ থাকায় চাচ্চুকে পাত্তা দেয়নি লাকি, কেনই বা দিবে, মতি চাচ্চুর চেয়ে বড় বড় হোমরা চোমরারা এখন তার ভেনটি ব্যাগে থাকে যে, তারা চেহারা দেখে না, বুঝে শুধু বিপরীত লিঙ্গ, না হলে লাকির মত একজন সাধারন মেয়েকে কেনই বা পাত্তা দিবে তারা।
চাচ্চু বলেছিল, অনেক নেতার সাথেই তো থাকলে, আমার সাথে একটু থাকলে কি এমন ক্ষতি হয়, বয়সটা একটু বেশি এই আর কি, তাতে কি............
-ক্লান্ত লাকি মুখের উপর মতিকে না করে দিয়েছিল ক্ষমতার দম্ভে,
-মতি চাচ্চু সেদিনই বলেছিল দেখে নিবে, নিলোও............তাই,
জানালা থেকে চোখ ফেরায় লাকি, যা হবার হয়েছে, এখন এটা নিয়ে বসে থাকলে হবে না, যেখানে চলে এসেছি এখান থেকে শুধু উপরেই উঠতে হবে, নিচে তাকানোর সময় নাই,
বিকেলে সবার সাথে মমবাত্তি জ্বালিয়ে আর হাত ধরে ধরে চেতনা জাগ্রত করার নামে নিঃস্পৃহ দেহটাকে তড়িৎপ্রবাহের মত চার্জ করে চলে যায় মতি চাচ্চুর খাস কামরায়,
মতি চাচ্চু লাকিকে দেখেই ভিলেনের মত অট্টহাসি ছড়িয়ে বসতে বলে,
-- মুহাহা! আমি জানতাম তুমি আসবে, তোমাকে আসতেই হবে সুন্দরী,
লাকি পত্রিকার লেখা পরেও যতটা কষ্ট না পেয়েছে তারচেয়ে বেশি কষ্ট পেয়েছে তাকে সুন্দরী বলায়, সে জানে সে কি, কিন্তু মুখে সেটা প্রকাশ না করে.........
-- কি চাচা এতটুকু সহ্য হলো না,
-- কিভাবে হবে! সবায় পাবে আমি পাব না, তা হবেনা তা হবেনা :D
-- ওকে! পাবেন, কিন্তু এটা ছাপালেন কেন, সবাইকে না জানলে কি হত না!!
-- ছাপিয়েছি ঠিক আছে, কিন্তু সরাসরি তোমার কথা বলেতো ছাপাইনি, গল্পের ছলে ছলে ছাপিয়েছিলাম, পোলাপাইন বুঝতেও পারত না, কিন্তু তুমি যাদের সাথে মঞ্ছে শ্লোগান দেও আর......ইয়ে কর,তারাই তো আমাকে গালিগালাজ করে স্ট্যাটাস দিল,তারপরই না নাদান পোলাপাইন আসল কাহিনী ধরে ফেলল, আমার কি দোষ বল!?
-- ঠিক আছে, ওদের জন্য আমার দরজা কয়েকদিনের জন্য বন্ধ, অবশ্য এমনিতেও আমার কাছে ওরা কম আসতেছে ইদানিং, প্রাচীরে পাইছে না! আর হারামজাদীটাও অভিনয় ছেড়ে আমার মত হিট হতে শাহবাগে চলে এসেছে, আর ইম্রানরে ওর সাথে দেখলে গা জ্বলে যায়.........
-- বুঝেছি, ওই ছাগলটাকে তোমার মনে ধরেছে, হে হে হে
-- হুম, ও আমাকে বিয়ে করবে বলেছে :(
-- হা হা হা, হাসালে মোরে ছকিনা, যাও বিয়ে কর, তা আমি কি করতে পারি?
-- আপনাকে এই লেখাটা অনলাইন থেকে সরাতে হবে!,
-- মুহাহাহাহাহা, এইতো লাইনে আসছো লাকি, কিন্তু "কেউ পাবে কেউ পাবে না?......... মুহাহাহাহা
অতঃপর সকাল বেলায় পাঠক সমাজ অনলাইন পোর্টালে আর সেই লেখা খুজে পেল না,
[
কাল্পনিক, বাস্তবাতার সাথে মিল পেলে লেখক দায়ী নয়,সংগরহ]
বিষয়: বিবিধ
১৫৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন