গরু হারালে তাই হয় মা...
লিখেছেন লিখেছেন ভালোবাসার পচা গন্ধ ২৫ এপ্রিল, ২০১৩, ১০:২৯:২৪ রাত
এক ব্যক্তির গরু হারিয়ে গেছে। সারাদিন এখানে, সেখানে খুঁজেও গরু পায়নি। একসময় রাত নেমে এলো। ক্লান্ত, শ্রান্ত হয়ে সে তার বাড়ীর ভেতরে ঢুকে পড়লো। বাড়ীর ভেতরে তার ছেলেকে দেখে বললো ‘ভাই একগ্লাস পানি দেবে”। ঘর থেকে লোকটির বউ ছূটে এসে বললো- ওমা! ওমা! কিয় কয় ছেলেকে কেউ ভাই বলে ডাকে? লোকটি বললো ‘গরু হারালে তাই হয় মা!”
সাভারে বহুতল ভবন ধ্বসে প্রানহানির ঘটনায় গোটা জাতি যখন শোকে স্তব্ধ। সবাই যখন দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার, তখন মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী ম খা আলমগীর বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বললেন ‘হরতাল সমর্থক নেতাকর্মিদের ধাক্কাধাক্কিতেই এই ধ্বসের ঘটনা ঘটতে পারে।’ এমন গুরুত্বপূর্ন একটি মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে এমন নিকৃষ্ট মন্তব্য তিনি কিভাবে করলেন সেটাই প্রশ্ন। সারাদেশের মানুষ তাকে ধিক্কার জানাচ্ছে। তার মন্ত্রীর পদে থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
সরকার নানা কারনে বেসামাল হয়ে পড়েছে। একদিকে বিরোধী জোটের আন্দোলন ও হেফাজতে ইসলামের হুঙ্কার অন্যদিকে বামদের বিরামহীন উস্কানিতে সারাক্ষণ অস্থিরতায় ভুগছেন প্রধানমন্ত্রী ও তাঁর সভাসদবর্গ। এমন অবস্থায় সাভারের এই মর্মান্তিক ঘটনায় সরকার তার স্বাভাবিক চরিত্র হারিয়ে গরু হারানো ওই ব্যক্তিটির মতই হয়েছে তা স্বরাস্ট্রমন্ত্রীর কান্ডজ্ঞানহীন মন্তব্যেই প্রমাণ হয়েছে।
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন