ওদের কলিজায় কাঁপন ধরেছে

লিখেছেন লিখেছেন ভালোবাসার পচা গন্ধ ০১ মে, ২০১৩, ১০:৩১:৫৯ রাত



দেশের সবচেয়ে সম্মানিত আলেম আল্লামা আহমদ শফি মঙ্গলবার চট্রগ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে বগুড়ায় এসেছিলেন; তাগুতি শক্তি কিছূতেই এই দৃশ্য মেনে নিতে পারছেনা। মোল্লারা হেলিকপ্টারে চড়ে আসবে এটা কি সহ্য করা যায়? আসলেই তো! বউয়ের পেটের বেদনা উঠলে হুজুরদের পানি পড়া নিতে সমস্যা নেই। সন্তান না হলে হুজুরদের তাবিজ বউয়ের গলায় ঝূলিয়ে রাখতে আপত্তি নাই। বাচ্চা মায়ের বুকের দুধ পাচ্ছেনা দৌড়ে যাচ্ছে হুজুরের দরবারে। ফরিয়াদ করে বলছে- হুজুর একটু দোয়া করে দেন বউয়ের বুকে যেন আল্লাহ দুধ বেশি করে দেয়। বিপদে পড়লে হুজুরদের সবই ভালো লাগে। তাই বলে হুজুর হেলিকপ্টারে চড়বেন এটা কি মেনে নেয়া যায়?

দেশের সব সংবাদপত্র যখন বাস্তবতা অনুধাবন করে সত্যটাকে তুলে ধরার চেষ্টা করছে তখন উল্টো পথে হাঁটছে দৈনিক জনকন্ঠ। একগোয়াল নাস্তিক আর রামদের নিয় গড়া এই পত্রিকার সংবাদকর্মির দল যাচ্ছেতাই মিথ্যাচার করে চলেছে। বগুড়ায় হেফাজতের স্মরণকালের সর্ববৃহৎ সম্মেলনকে নিয়েও ভয়ংকর মিথ্যাচার করেছে তারা। সকাল ১১টার সময় ছবি তুলে সেটা ছেপে বুঝাতে চেয়েছে সম্মেলনে লোক সমাগম কম হয়েছে। অথচ দেশের সবগুলো পত্রিকায় মাঠ উপচেপড়া মানুষের ছবি প্রকাশ হয়েছে। এখানেই থেমে থাকেনি তারা। হেফাজতের সম্মেলনের কারনে গোটা শহরে নাকি অবরোধ সৃষ্টি হয়েছিল। স্কুলের ছাত্রীরা নাকি আতংকে ছিল। তবে, মজার ব্যাপার হলো রিপোর্টার উল্লেখ করেনি কেন ছাত্রীরা আতংকে ছিল? আসলে সত্যিই কোন স্কুলছাত্রী ভয় পেয়েছিল নাকি ভয়ে সাংবাদিক মশাই নিজেই কাঁপছিলেন তিনিই বলতে পারবেন। শাহবাগের গণজারন মঞ্চে রাতদিন বেশ্যাবৃত্তি চলার পরেও ওই পত্রিকা সে খবর ছাপতে পারেনা। অথচ মাদরাসার শিক্ষক-ছাত্র এবং সমাজের সবচেয়ে ভালো মানুষগুলোকে নিয়ে কি জঘন্য নোংরামি করলো তারা। আসলে হুজুরদের উত্থানে কলিজায় কাঁপন ধরেছে জনকন্ঠিদের। ওরা বুঝতে পারছে এভাবে বেশি দিন টিকে থাকা যাবেনা। যেকোন সময় প্রচন্ড এক ধাক্কায় সবকিছু ওলট পালট হয়ে যেতে পারে!!

বিষয়: বিবিধ

১৪৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File