শিবির কি নিভে গেল?

লিখেছেন লিখেছেন ভালোবাসার পচা গন্ধ ১৬ এপ্রিল, ২০১৩, ০৫:৫৫:৪০ বিকাল

মাহমুদুর রহমানকে নিয়ে গোটা জাতি অন্যরকম এক স্বপ্নে বিভোর। রাজনীতির দূর্গন্ধময় পরিবেশের মাঝে কলমের লড়াইয়ে জাতির মুক্তি দিতে সক্ষম হবেন মাহমুদুর রহমান এটা অনেকেই বিশ্বাস করেন। দেশের অগণতি মানুষের সাথে আমিও মনে করি মাহমুদুর রহমান কেবল একজন পত্রিকার সম্পাদক নন; তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী তাহজিব তামদ্দুন রক্ষার মূর্ত প্রতীক। আওয়ামীলীগ এবং তাদের পিরিতির বান্ধন ভারতও সেটা জানে বলেই মাহমুদুর রহমানের আজ এমন পরিনতি। মাহমুদুর রহমানের মতই আরেকজন মানুষকে নিয়ে দেশবাসী স্বপন দেখে সেটা হলো ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দেলাওয়ার হোসাইন সাঈদী। দেশের খেটে খাওয়া সাধারন মানুষ মনেপ্রানে বিশ্বাস করে মিডিয়া যতই বিরোধীতা করুক দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে ইসলামী ছাত্রশিবিরের মতো দেশপ্রেমিক যুবকদেরই প্রয়োজন। ওরাই পারবে দেশের মানুষকে সত্যিকারের স্বাধীনতার স্বাদ এনে দিতে। কিন্তু সেও আজ জেলখানায় বন্দি। ৭ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার আবারও ১৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে শিবির সভাপতিকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইসলামী ছাত্রশিবির এখনো কোন প্রতিক্রিয়া দেখায়নি। যাদের নিয় দেশের মানুষ স্বাধীনতা রক্ষার স্বপ্ন দেখে তারা তাদের সভাপতিকে মুক্ত করতে পারেনা! এটা মেনে নিতে কষ্ট হয়। শিবিরের শক্তি কি সত্যিই ক্ষয়ে গেছে? তারা কি খালিদ বিন ওলিদের মত হুঙ্কার দিয়ে রাজপথে নামতে পারেনা? ওরা কি পারেনা শেখ হাসিনার জালিমশাহী নড়িয়ে দিতে? যদি না পারে তাহলে শুধু নিজেদের জন্য নয় গোটা জাতির জন্যই সেটা হবে চরম দূর্ভাগ্যের!!

বিষয়: বিবিধ

১৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File