এ লজ্জা রাখি কই?
লিখেছেন লিখেছেন এক ফোটা শিশির ২৮ জুন, ২০১৩, ০৬:৩২:০০ সন্ধ্যা
আমরা কি শিখছি? শাহবাগে শিখলাম কি ভাবে ভিন্ন মতালম্ভি লোকদের 'তুই' বলা যায় (বয়সে বড় হলেও)।
পার্লামেন্টে শিখলাম চুদুরবুদুর, চুতমারানির পোলা, তোর মায়েরে আমি,,,,,
আমাদের জাতিয় জীবনে যদি ভাষার ব্যবহার প্রষ্টিটিউটের ভাষা কে হার মানায় তবে এটাইকি মুক্তিযুদ্ধের চেতনা?
এটাইকি নারী ক্ষমতায়নের সুফল?
আমরা জাতি হিসেবে এতো নিচে নেমে গেছি।সাইবার জগতে আমাদের শক্তি আছে তাই বলে নিজের ঘরের নাম পরিবর্তন করে পালতু একটা নাম দিবো?পার্লামেন্ট ডট কম দিলে ডুকে না কিন্তু চুদুরবুদুর ডট কম দিলে পার্লামেন্টের সাইটে ডুকছে।
কতটা হীন চরিত্রের হলে জাতিয় ঘরের নাম পরিবর্তন করে এমন একটি নাম দিতে পারে?এরা কি সেই শিক্ষকের উত্তরসুরী নয়? পিপিলিকা ডক কমের প্রধান যে শিক্ষক বিশ্ববিদ্যালয়ে প্রেম বিষয়ক সাবজেক্ট চালুর বিষয়ে আন্দোলনের জন্য ছাত্রদের উত্সাহ দিচ্ছে।যে শিক্ষক মুসলিম ছাত্রদেরকে উপদেশ দেয় জীবন উপভোগ করতে আর নিজে মেয়ের বয়সি ছাত্রীদের সাথে মাতাল হয়ে নাচে।
ধিক সেই শিক্ষককে, ধিক সেই শিক্ষাকে,
ধিক সেই অনুসারীদেরকে।
বিষয়: রাজনীতি
১৬১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন