ভাউন্ডুলে জীবনের সুবিধা

লিখেছেন লিখেছেন এক ফোটা শিশির ১৭ এপ্রিল, ২০১৩, ১১:১০:২৯ রাত

নবম শ্রেণির শ্রেণি শিক্ষক হওয়ার সুবাধে আজ ইচ্ছা না থাকা সত্ত্বেও ক্লাশে চলে গেলাম। শুরু হল তুমুল বৃষ্টি। সব অন্ধকার হয়ে আসছে। যাহোক বৃষ্টি শেষ হল। ২টার দিকে বাসায় চলে আসলাম। এসেতো মাথায় হাত। দরজা খুলেই বুঝতে পারলাম আমার কপালে আজ খারাপি আছে। টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে বিছানার অবস্থা খারাপ। কাছে এসে বুঝতে পারলাম ভাগ্য আমার অনুকুলে আছে। গতকাল রাতে হালকা জ্বর আসার কারনে লেপ গায়ে দিয়েছিলাম এবং সকালে লেপটা সে অবস্থায়ই বিছানায় পড়ে ছিল। তার উপর লুঙ্গি চেন্জ করার পর সে অবস্থায়ই পড়ে আছে। তাই টিনের পানিতে লেপ এবং লুঙ্গি ভিজে একাকার কিন্তু আমার বিছানা নিরাপদ!

সত্যিই ভাউন্ডুলে জীবনের মজাই আলাদা।

বিষয়: বিবিধ

১৬৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File