প্রাক্টিস মেকস ম্যান পারফেক্ট
লিখেছেন লিখেছেন এক ফোটা শিশির ১৩ এপ্রিল, ২০১৩, ০২:৫১:৫৮ দুপুর
ছোট্ট একটা ঘটনা দিয়ে বিসমিল্লাহ পড়ে এই ব্লগে লেখা শুরু করলাম।
গনিতে এমনিতেই বেশি কাঁচা ছিলাম। তার মধ্যে আবার ক্লাশ ফোর থেকে ক্লাশ সেভেন পর্যন্ত চারটি ক্লাশ পড়ার সৌভাগ্য হয়নি। (কারনটা অন্য সময় লিখবো)
কিছুদিন আগে একবার গনিতের টিচার আসে নি। তাই ক্লাশ নাইনে গিয়েছিলাম কিছুক্ষণ সময় কাটানোর জন্য। আমার আবার ৫ম পিরিয়ডে ক্লাশ নেই। গিয়ে দেখলাম স্টুডেন্টরা ৩.৩ এর অংক বের করে দিল। ভালই লাগলো।কারন আমি নিজে ৩.৮ না করে উৎপাদক সব করেছিলাম তাই ভালোভাবেই ৪ পাঁচটা অংক করে দিলাম। স্টুডেন্টরাও খুশি হল। তাই আজ আবার গেলাম কিন্তু একটা অংক করানোর পর বুঝলাম আমি এর পরেরটা আর পারবো না। চিন্তা করলাম আর কোনটা করা যায়? সেইম নিয়মে দেখি আরো একটা। তাই তাদের বললাম, তোমরা এইটা কর। দেখলাম সবাই করে দিল।
স্টুডেন্টরা খুশি, কিন্তু আমার মন খারাপ।
চিন্তা করলাম চর্চার বিকল্প নেই।
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন