চাহিদা বৃদ্ধির জন্য বিলবোর্ডে বিজ্ঞাপন
লিখেছেন লিখেছেন আমরা জনগণ ০৭ আগস্ট, ২০১৩, ১০:৫৬:৪১ রাত
আগে দেখেছি বা শুনেছি কোম্পানির পন্য সামগ্রীর প্রসার আর চাহিদা বৃদ্ধির জন্য বিলবোর্ডে বিজ্ঞাপন দিতে৷ কিন্তু আজকাল দেশে সরকারী দলের প্রসার আর চাহিদা বাড়াতে বিলবোর্ডে বিজ্ঞাপন দেয়া হচ্ছে৷ তাহলে আমরা সাধারণ জনতা কি ভাবব? সরকারী দল একটা কোম্পানি আর তাঁদের কর্মকাণ্ড পন্য সামগ্রী? আগে শুনেছি ক্ষমতায় থাকা দলের বা শক্তিশালী দলের লোকেরা অবৈধভাবে অন্যের জমি দখল করে নিত৷ কিন্তু গতকাল পত্রিকায় দেখলাম বিলবোর্ড মালিক সমিতির সভাপতি অভিযোগ করে বলছেন, সরকারী ভ্যাট পরিশোধ করা প্রায় চারশ বৈধ বিলবোর্ড অন্যেরা জোর করে দখল করে নিছে৷ এতে তাঁদের প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা লোকসান গুনতে হচ্ছে৷ আজব কাহিনী শুরু হয়েছে৷ হতেই পারে ডিজিটালের যুগে এসে পড়েছি বলে কথা৷ বাংলার জমিনে কতো কিছু শুনলাম আর দেখলাম৷ বৃটিশ শোষন, পাক শোষন, একাত্তরের মুক্তিযুদ্ধ, সপরিবারে মুজিব হত্যা, জিয়া হত্যা, এরশাদের স্বৈরাচারী, বিএনপির দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তারেক কোকোর লুটপাট, বিডিআর বিদ্রোহ, আওয়ামীলীগের ডিজিটাল, পদ্মা সেতু প্রকল্প, দেশপ্রেমিক, বিশ্বজিৎ হত্যা, ডিজিটাল মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা সহ প্রথম শহীদ রাজীব, যুদ্ধাপরাধীদের বিচার, জামাত শিবিরের নৈরাজ্য, ইসলাম ধ্বংসের পাঁয়তারাসহ আরো কতো কি৷ এখন সম্ভবত শুধু বাকি রইছে ভারতের দক্ষিণের তামিলনাড়ুর রাজনীতি দেখা৷ ভয় পাবেন না৷ তামিলনাড়ুর রাজনীতি দেশে হলে আমাদের একটু ভালোই হবে৷ যেখানে ক্ষমতাসীন মন্ত্রীরা পেট ভরে খান সেখানে আমরা ফোঁটা হলেও পাব৷ মানে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল এবং বিরোধী দল উভয়েই নির্বাচনের পূর্বে জনতার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়, ক্ষমতায় যাবার পর প্রতি ঘরে ঘরে সরকারী ব্যবস্থায় বিনামূল্যে ল্যাপটপ, ব্লেন্ডার, টিভি দেয়া হবে৷ তো এমনটা যদি আমাদের দেশে হয় এবং উভয় দল থেকে এমন অফার আসে তখন যেন আমরা সবাই উনাদের কাছে একটি করে রেফ্রিজারেটর চাই৷ যেখানে পানি রেখে ঠান্ডা করে আমাদের পেটের ক্ষুধার জ্বালা আর দুর্বিষহের মনের জ্বালা নেভাতে পারি৷
বিষয়: রাজনীতি
১৩৩০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন