একটি বিলবোর্ড, মহাজোট সরকারের উন্নয়নের সার-সংক্ষেপ

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৭ আগস্ট, ২০১৩, ১০:৪৭:৫৯ রাত



















তুলে ধরছি বিগত চার বছরে আমাদের আওয়ামিলীগের তথা মহাজোট সরকারের বিলবোর্ড। যেখানে উল্লেখ নেই ২৮ অক্টোবরে লগি বৈঠার তান্ডব ও গনহত্যার ।

১. বাংলাদেশ সেনাবাহিনীর মেধাবী সদস্যদের উপর বিডিআর জোয়ানদের দ্বারা পরিকল্পিতভাবে ৫৭জন সেনা অফিসার হত্যা ।

২. হাজার হাজার কোটি টাকা ব্যায় করে দেশের প্রত্যেকটা স্থাপনা , বিমানবন্দর এমনকি স্টেডিয়ামের পর্যন্ত নাম পরিবর্তন ।

৩. বিরোধীদলীয় সমর্থক আমলাদের বাধ্যতামুলক ছুটিতে প্রেরণ ও ছাটাই ।

৪. হাস্যকর সময় পরিবর্তনের অপচেষ্টা । পুনঃপরিবর্তন ।

৫. বিরোধীদলীয় অসংখ্য নেতা কর্মী গুম ।

৬. পোলিও টিকা খাইয়ে শতাধিক শিশু হত্যা ।

৭. জামাতে ইসলামীকে ধ্বংস করার ষড়যন্ত্র ।

৮. বিশ্ববরেণ্য মুফাসসিরেকোরআন ও আলেমে দ্বীনদের গ্রেফতার ও মিথ্যা মামলায় হাজতে প্রেরণ ।

৯. অস্বচ্ছ ও অযোগ্য তথাকথিত ও পরিকল্পিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন ।

১০. পদ্মাসেতু দুর্নীতি ।

১১. হলমার্ক কেলেঙ্কারি ।

১২. শেয়ার বাজার লুট ।

১৩. চুর রন্জিতের রেলের দুর্নীতি ও ঘুষের টাকা সহ হাতেনাতে ধরা ।

১৪. ডেসটিনির এমএলএম কেলেঙ্কারি ।

১৫. এম ইলিয়াস আলী গুম ।

১৬. গনতান্ত্রিক কর্মসূচিতে পিশাচ আইন শৃঙ্খলা রক্ষাকারী নামধারীদের নির্বিচারে গুলি ।

১৭. যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক হত্যা লুন্ঠন চাদাবাজি টেন্ডারবাজি ।

১৮. নিরপরাধ আলেমে দ্বীনদের উপর জুলুম করে রায়ের প্রতিবাদে আন্দোলনরত হাজারো তৌহিদী জনতার উপর গুলি ।

১৯. ২৮ ফেব্রুয়ারী ৬৭জন তৌহিদী জনতাকে গুলি করে হত্যা ।

২০. বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর ছাত্রলীগের এসিড নিক্ষেপ ।

২১. বেতন বৃদ্ধির জন্য আন্দোলনরত শিক্ষকদের উপর পিপার স্প্রে নিক্ষেপ ।

২২. ধর্ষনে সেঞ্চুরী করা এক ছাত্রের হাতে কেক খেয়েছেন ।

২৩. বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রলীগের জোরপূর্বক দেহব্যাবসা ।

২৪. শাহবাগে নাস্তিকদের আস্তানা গাড়ার সুযোগ এবং ইসলাম , আল্লাহ ও আল্লাহর রাসূলকে গালি দানেওয়ালাদের সাথে সখ্যতা।

২৫. হেফাজতে ইসলামের কর্মীদের লং মার্চে আসায় বাধা দিতে সরকার দলীয় হরতাল ।

২৬. ৫মে ও ৬মে রাতে হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ ঈমানী চেতনার তৌহিদীজনতার উপর নির্মম গনহত্যাচালিয়ে ২৫০০ এর অধিক আলেমহত্যা ।

২৭. সত্য প্রকাশে নির্ভীক সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার ও গনমাধ্যমের স্বাধীনতা খর্ব ।

২৮. আমারদেশ , দিগন্ত টিভি, ইসলামিক টিভি বন্ধ করে দেয়া ।

২৯. নিরপরাধ জামাতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি ও যাবজ্জীবন কারাদন্ডাদেশ ।

৩০. বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিকে ৫৭দিনের রিমান্ডে রেখে নির্মম নির্যাতনের মাধ্যমে তার সমস্ত শরীরের হাড় ভেঙ্গে দেয়া হয় ।

৩১. বিশ্বজিত নামক হিন্দু ছেলেকে নির্মমভাবে হত্যা করা।

৩২. সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে হত্যা করা।

৩৩. রানা প্লাজার নির্মম ট্রাজেডির কথা।

৩৪. কোটার নামে মেধাবীদের চাকুরীর অযোগ্য ঘোষনা করা।



এছাড়াও আরো ১৬কোটি ৩০টা সুনাম দেশের ১৬কোটি মানুষের বুকে জমা রয়ে আছে মহাজোট সরকারের । সর্বশেষ মহাজোটের দালালেরা অন্যের ভাড়া নেয়া সাইনবোর্ডে জোরপুর্বক মহাজোটের পাপমোচনের তাগিদ দিয়ে যাচ্ছে ।


বিষয়: বিবিধ

২৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File