ফ্রান্সের প্যারিসে হামলা এবং এবং পুরোনো 'ষড়যন্ত্র তত্ত্ব' !
লিখেছেন লিখেছেন আলোর দিশা ১৬ জানুয়ারি, ২০১৫, ০৪:০২:৫৫ বিকাল
“টুইনটাওয়ার ইহুদীরা আক্রমণ করে ধ্বংস করেছে।”
কোথায় পেলেন এই তথ্য ?
“টুইনটাওয়ার ধ্বংসের দিন সেখানে কর্মরত ৩/৪ হাজার ইহুদীর কেউ ছিলো না।যেহেতু সেদিন কোনো ইহুদী মারা যায়নি,তাই এটা ইহুদীদের কাজ ! (এটি একটি মিথ্যা ও বানোয়াট তথ্য) ”
(হাইপোথিসিসের মূলসূত্র মনে রাখবেন কিন্তু ! আর তা হচ্ছে ইহুদী মারা না যাওয়া।)
“ফ্রান্সের ঘটনা ইহুদীরা ঘটিয়েছে।”
তাই নাকি জনাব ! ফ্রান্সের ঘটনায় ৪ জন ইহুদী মারা গেছে। আপনার গবেষণা অনুযায়ী যেহেতু ইহুদী মারা গেছে সুতরাং এটা কীভাবে ইহুদীরা করে ?
লিংক...... http://tiny.cc/zzqgsx (আল-জাযিরা), http://tiny.cc/01qgsx (সিএনএন)
এবার ! ১৮০ ডিগ্রী পল্টি ! আসবে নতুন থিউরি ! দেখতে পাবেন মূর্খতা ও স্পষ্ট দ্বিমুখিতা !
টুইনটাওয়ারে ১১ সেপ্টেম্বরের বরকতময় হামলার ব্যাপারে মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য একটি মিথ্যা সংবাদ খুব জোরেশোরে প্রচার করা হয়েছে।আর তা হচ্ছে ‘সেদিন নাকি সেখানে কর্মরত কোনো ইহুদী ছিলো না।’’
এটি একটি আজগুবি ও বানোয়াট তথ্য। এই বানোয়াট তথ্যটি সর্বপ্রথম কারা প্রচার করেছে জানেন ?
লেবাননের শিয়া কুফফার সংগঠন হিজবুল্লাত ! হিজবুল্লাতের মানার টেলিভিশন সর্বপ্রথম এটি প্রচার করে।
বিশ্বাস হচ্ছে না ! পড়ে দেখুন......
http://en.wikipedia.org/?title=9/11_conspiracy_theories#cite_note-jews-155 (Israel শিরোনামে)
বিষয়: বিবিধ
১৪১৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন