মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেইট !

লিখেছেন লিখেছেন আলোর দিশা ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৪৪:৩৯ সকাল

কেনিয়ায় মসজিদে পুলিশের হামলা ও গুলি করে মুসলিম হত্যা !

কেনিয়ার 'মোম্বাসা' এলাকায় 'মূসা' মসজিদে কালেমা খচিত পতাকা উত্তোলনের কারণে কেনিয়ার কুফফার পুলিশ মসজদে আক্রমণ করে কমপক্ষে ১ জন মুসলিমকে হত্যা করেছে। আরো অনেক মুসলিম গুরুতর আহত হয়েছে। এ সময় কয়েক ডজন মুসলিম যুবককে কুফফার বাহিনী গ্রেপ্তার করেছে। কুফফার পুলিশও তাদের একজন সদস্য নিহত হয়েছে বলে দাবী করেছে।

স্থানীয় মানবাধিকার সংস্থা ধর্মীয় ইবাদতের স্থানে পুলিশের এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

আল-জাজিরা. লিংক..... Click this link

সিরিয়ার জিহাদের নতুন কিছু খবর !

**** সিরিয়ার আলেপ্পোতে কুফফার গণহত্যাকারী আসাদ বাহিনী 'ব্যারেল বোমা'র হামলা চালিয়ে কমপক্ষে ১১৫ জন নিরীহ ব্যক্তিকে শহীদ করেছে, যাদের মধ্যে কমপক্ষে ১০ জন শিশু রয়েছে।

**** জাবহা আন-নুসরাহসহ আরো কিছু গ্রুপ 'মোরেক' এলাকা দখলে নিয়েছে। ফলে আসাদ বাহিনীর ২ ব্রিগেডের সাথে তাদের সাপ্লাই লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। (আল্লাহু আকবার)

**** 'ISIS' মুজাহিদরা তাদের বিরুদ্ধে যুদ্ধরত গণতন্ত্রী ও ইসলামিক ফ্রন্টের কমপক্ষে ২৬ জনকে হত্যা করেছে। এর মধ্যে 'লিওয়া আত-তাউহিদ' ব্রিগেডের একজন কমান্ডার রয়েছেন। 'লিওয়া আত-তাউহিদ' কাতারের অর্থায়নে পরিচালিত বলে জানা গেছে।

আল-জাজিরা

Click this link

Click this link

বিষয়: বিবিধ

১৩২৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172312
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩২
গৃহস্থের কইন্যা লিখেছেন : কুফফর বাহিনীর বিরুদ্ধে আপনার আল্লা কিছু করতে পারে না ক্যান?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File