সোমালিয়ায় গুলি করে মার্কিন ড্রোন ভূ-পাতিতের দাবি আল-শাবাব মুজাহিদদের

লিখেছেন লিখেছেন আলোর দিশা ৩০ মে, ২০১৩, ১১:০৭:৪১ রাত



আল-শাবাবের টুইটার থেকে নেয়া।

সোমালিয়ার আল-শাবাব বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর বুলোমারের কাছে বিধ্বস্ত হয়েছে মার্কিন ড্রোন (চালকবিহীন) বিমান। সোমালিয়ার নিম্ন শেবেল্লে এলাকায় এ ঘটনাটি ঘটে।

বার্তাসংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কি কারণে বিমান বিধ্বস্ত হয়েছে, কেন বিমানটি বিধ্বস্ত হলো এবং বিমানটি অস্ত্র সজ্জিত ছিল কিনা সে ব্যাপারটি নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

তবে আল-শাবাব দাবি করেছে, তারাই ড্রোনটি গুলি করে বিধ্বস্ত করেছে। নিম্ন শেবেল্লে প্রদেশের গভর্নর আব্দুল কাদের মোহাম্মদ নূর জানিয়েছেন, আল-শাবাবের যোদ্ধারাই ড্রোনটিকে গুলি করে ভূ-পাতিত করে।

স্থানীয় বাসিন্দারা জানায়, ড্রোন বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে আল-শাবাব তাদের সে এলাকা থেকে সরিয়ে নেয়।

আল-শাবাবও দাবি করেছে, তারা একটি গোয়েন্দা ড্রোন বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। তারা তাদের টুইটার একাউন্টে এর একটি ছবিও পোস্ট করেছে।



বিষয়: বিবিধ

১২৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File