সত্য কথা প্রকাশ অপরাধ হয় কি করে !

লিখেছেন লিখেছেন আলোর দিশা ১৭ এপ্রিল, ২০১৩, ১১:১০:২০ সকাল



মাহমুদুর রহমান কিছু নাস্তিক ব্লগার কর্তৃক ইসলামের বিরুদ্ধে বিষোদগার,আল্লাহ তায়ালা এবং তাঁর রাসূল(সা.) কে নিয়ে গালিগালাজ(যেগুলো দীর্ঘদিন যাবত ইসলাম বিদ্বেষী নাস্তিকরা মত প্রকাশের স্বাধীনতার নামে গর্বের সাথে ব্লগে প্রচার করেছেন) তার পত্রিকায় প্রচার করেছেন। আগেই বলে রাখছি , মাহমুদুর রহমান ধর্মনিরপেক্ষতা নামক মতবাদের বিরুদ্ধে তথা আওয়ামীলীগের বিরুদ্ধে অনেকটা বিএনপিপন্থী হিসেবে পরিচিত । যদিও তিনি বিএনপি করেননা বলে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন । তার লেখায় ইসলামপন্হী রাজনীতিবিদদের চিন্তাধারার উপস্থিতিও দেখা যায়। যাকে নিয়ে এত কথা সেই মাহমুদুর রহমানকে গত ১১ এপ্রিল গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে । তন্মদ্ধে একটি হচ্ছে, “ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া ! http://ittefaq.com.bd/index.php?ref=MjBfMDRfMTFfMTNfMF8wXzNfMzI5Njg=

যাক, মূল কথায় আসি।

প্রথমত, নাস্তিকদের এইসব ইসলাম বিদ্বেষী লেখা যে রাষ্ট্রীয় আইনে অপরাধ তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে তাদের কয়েকজনকে গ্রেপ্তারের মাধ্যমে। সরকারপ্রধান থেকে শুরু করে অনেকেই এখন সে কথা ঘন ঘন আওড়াচ্ছেন। যদিও এতোদিন মিডিয়া এগুলোকে মত প্রকাশের স্বাধীনতা বলার চেষ্টা করেছে ! এখন আবার সেই মিডিয়া এবং মহাপন্ডিত গৃহপালিত বুদ্ধিজীবীরা মুফতি (!) সেজে জিকির তুলছে যে, ধর্ম অবমাননার জন্য আগে থেকেই আইন আছে, নতুন কোন আইনের প্রয়োজন নেই। বরং প্রচলিত আইনেই তাদেরকে শাস্তি দেয়া সম্ভব ! এমনকি ইসলাম অবমাননার জন্য সর্বোচ্চ শাস্তির কথা কুরআন-হাদীসেও নাকি নেই (!)

দ্বিতীয়ত, অপরাধ এবং অপরাধী সম্পর্কে তথ্য প্রকাশ করা অপরাধ কিনা ? যদি অপরাধ হয়, তাহলে প্রত্যেকটি মিডিয়া যারা অপরাধ এবং অপরাধী সম্পর্কে প্রতিনিয়ত তথ্য প্রকাশ করছে তারা সকলেই অপরাধী ! উদাহরণস্বরুপঃ মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধ নিয়ে মিডিয়াগুলো যে বিরামহীন প্রচারণা চালাচ্ছে, তথ্য প্রকাশ করা যদি অপরাধ হয়, তাহলে তারা সকলেই অপরাধী ! শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে যুদ্ধাপরাধ নিয়ে যে চিৎকার-চেচামেচি চলছে তাওতো অপরাধ হওয়ার কথা !

তৃতীয়ত, অপরাধ এবং অপরাধী সম্পর্কে তথ্য প্রকাশ করা যদি অপরাধ হয়, তাহলে মিডিয়া এবং গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হয়েছে কি ! কোন পদক্ষেপ নেয়া হয়নি । বরং পুরস্কৃত করা হয়েছে এবং হচ্ছে । অর্থাৎ কোন অপরাধ হয়নি। তাহলে সেই একই কাজ মাহমুদুর রহমান করার কারনে তাকে গ্রেফতার করে ১৩ দিনের রিমান্ডে নেয়া হল ।

কেনো এই দ্বিমুখিতা ?

দ্বিমুখিতা বলা আমার ভুল হয়েছে মনে হচ্ছে ! কারণ তাদের কাছে এটাই একমুখিতা এবং একনিষ্ঠতা ! আমার যা ইচ্ছা তাই করব ! এতে বাধা দেয়াই হচ্ছে আইন লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহীতা ! আমার ইচ্ছার বিরুদ্ধে বলাই হচ্ছে চরম অপরাধ ! আজকের বিএনপি ক্ষমতায় আসলেও একই কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস ! কারণ তারা ইতোমধ্যে বর্তমান ক্ষমতাসীনদের থেকে ক্ষমতা চর্চার কৌশল ভালোভাবেই রপ্ত করে থাকবে ! এজন্যই প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আব্দুর রহীম রঃ গণতন্ত্র সম্পর্কে বলেছেন, “ গণতন্ত্র হচ্ছে ব্যক্তিতন্ত্র,ব্যক্তির ইচ্ছাতন্ত্র,মর্জিতন্ত্র এবং চূড়ান্তভাবে চরম স্বৈরতন্ত্র ”।

বিষয়: বিবিধ

১৮৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File