চুশীল দেশপ্রেমিক

লিখেছেন লিখেছেন ভালো পোলা ১৭ ডিসেম্বর, ২০১৩, ০২:২০:০১ দুপুর

কোথায় যেন একটা গল্প পড়েছিলাম ..... "

এক বাংলাদেশী ভদ্র লোক তার নিজের দেশের কোন কিছুই ভালো চোখে দেখতেন না। একদিন হল কি,তার পছন্দের একটি জামায় কলমের কালি পডে গেল।সে চিতকার করতে শুরু করল এই বলে যে,এই দেশে যত্তসব ফালতু কলম তৈরী হয়। এইগুলা উপকারের বদলে ক্ষতি বেশি করে।

তার চেচামেচি শুনে পাডার লোকজন তার জামাটাকে ওয়াশম্যান কে দিতে বলল।

এই কথা শুনে সে তো রেগে আগুন। "যে দেশ সাধারণ একটা সুই বানাতে পারেনা সেই দেশ আবার জামার কালি দূর করবে??

তারপরও কোন উপায় না দেখে সে জামাটিকে ওয়াশ্যানের কাছে নিয়ে গেল।

ঘন্টা দুয়েক পর সে জামা নিয়ে ফিরে আসল। প্রতিবেশীরা জিজ্ঞেস করল ,কি ব্যপার জামা ঠিক হয়েছে??

জবাবে লোকটি উত্তর দিলো "" ধ্যাত এই ফালতু দেশে কলমের কালিও ভালো বানাতে পারেনা। মাত্র ১০ মিনিটে ঐ ব্যটা কালিগুলা তুলে ফেলল " ;-)

আমাদের দেশেও বর্তমানে ঐরকম চুশীলের অভাব নাই।। ।

বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File