হায়রে প্রথম আলো!!!

লিখেছেন লিখেছেন ভালো পোলা ২৭ এপ্রিল, ২০১৩, ১১:৪৮:৫৬ সকাল

প্রথম আলো পডা বাদ দিয়েছি অনেক আগে থেকেই।সেই সুবাদে প্রথম আলোর কোন সংবাদ চোখে পডার কোন সম্ভাবনা নেই।গতকাল এক বড ভাই প্রথম আলোর একটা খবর এর লিংক দিলেন পডার জন্য।আমিও কৌতুহল বশেই লিংকটিতে ক্লিক করি।যা দেখতে পাই তা আসলেই দুঃখজনক।

নিউজটার হেডলাইন ছিলঃ "না খেয়ে আছেন কারিনা"

ভাই মনে করবেন না যে তিনি অনশন করছেন।সত্যটা হলঃ তিনি নাকি মুটিয়ে যাচ্ছেন।তাই শুধু নির্দিষ্ট একটা কোম্পানির বিস্কুট খেয়ে যাচ্ছেন।শুটিং করতে গিয়ে তার বিষ্কুট ফুরিয়ে গেছে।সেখানে ঐ কোম্পানীর কোন বিস্কুট নাই।তাই তাকে কয়েক ঘন্টা না খেয়ে থাকতে হয়েছে।

সাভারে যখন শত শত মানুষ বাঁচার জন্য আকুতি মিনুতি করছে তখন তো প্রথম আলো তাদের দিকে কোন মানবতার হাত বাডায়নি।কোথাকার কোন কারিনা না খেয়ে আছে সেইটা প্রথম আলোর কাছে বড হয়ে গেল।আর বাংলাদেশে রানা প্লাজায় আহত মানুষগন ব্যথায় কাঁতরাচ্ছে সেই দিকে এই পত্রিকার কোন খবর নেই।আর তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে মেরিল প্রথম আলো পুরস্কার বিতরন করছে।

মানবতা আছ দুমডে মুছডে পডেছে।বিবেক আজ ঘুমিয়ে পডেছে।

এডমিনঃশামীম

বিষয়: বিবিধ

১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File