বলতে পারেন সবাই আজ চুপ কেন?
লিখেছেন লিখেছেন ভালো পোলা ২১ এপ্রিল, ২০১৩, ১২:১৭:৪৪ দুপুর
২০০৮ সালে যখন বাকশাল সরকার ক্ষমতায় এসেছিল তখন বি এন পি বিরোধী দল হিসেবে রাজপথ কাঁপিয়েছিল।রক্ষনভাগ,আক্রমনভাগ দুটোই ছিল বি তাদের দখলে।খুব সুন্দরভাবেই চলছিল তাদের বিরোধীদলীয় বাংলাদেশী কার্যক্রম।কিন্তু হঠাত করেই কোন এক অজানা কারনে বি এন পি কিছুটা চুপ হয়ে যায়।তারপর মাঠে নামে জামায়াত।তারা আক্রমনভাগে চলে আসে।ইট পাটকেল দিয়ে যুদ্ধ করতে নেমে ২০০ টি তাজা প্রান হারায় তারা।এরপর তারাও চুপ।তারপর মাঠে আসে হেফাজতে ইসলাম।সরকার পতনের আন্দোলনে নামে তারা।বিশাল মহাসমাবেশ করে সরকারের মনে আতঙ্ক তৈরী করে দেয়।৬ এপ্রিল তারা অনেক বড বড কথা বলেছিল।যদি সাংবাদিক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয় তবে সরকারের অবস্হা অনেক খারাপ হবে।কিন্তু মাহমুদুর রহমান আজ মৃত্যুসয্যায়।কোথায় হেফাজত,কোথায় বি এন পি .কোথায় জামায়াত।সবাই আজ চুপ।
বিষয়: রাজনীতি
৯৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন