এরই নাম স্বাধীনতা!!!!
লিখেছেন লিখেছেন ভালো পোলা ১৩ এপ্রিল, ২০১৩, ০৯:২৫:৪০ রাত
শুনলাম মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে ব্যাপক নির্যাতন করা হচ্ছে।তাকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে স্কাইপি সংলাপ প্রকাশের মূল হোতা কে?আমার কথা হচ্ছে স্কাইপি সংলাপ তো কোন বানানো নাটক ছিলোনা।এইরকম একটা মহত কাজ করায় সরকারের উচিত ছিল মাহমুদুর রহমানকে পুরস্কৃত করা।সরকার করেছে তার উল্টোটা।তাকে জেলে পুরে রেখেছে।মাহমুদুর রহমান তো কোন খুন করেনি ,করেনি ১০০ টি ধর্ষন,তিনি তো পদ্মা সেতু দুর্নীতি করেন নি।কোন টাকা চুরি করেন নি যে,গাডি ভর্তি টাকা সহ গ্রেপ্তার হয়েছেন!!! তাহলে তিনি কেন আজ কারাগারে?উত্তর টি খুব সহজ।তিনি বাংলাদেশের গনমাধ্যমের স্বাধীনতা চেয়েছেন ,তিনি চোর এবং নাস্তিকদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।এর নাম যদি স্বাধীনতা হয়ে থাকে তাহলে আমরা চাইনা বাংলাদেশ।আমাদেরকে আমাদের পূর্ব পাকিস্তান ফিরিয়ে দাও।আমরা আরেকবার যুদ্ধ করে স্বাধীন হবো।কোন নাস্তিক মুরতাদের জায়গা এই বাংলার মাটিতে হবেনা।
একটা সময় বাংলাদেশে জন্মগ্রহন করেছি বলে গর্ববোধ হতো।এখন মনে হচ্ছে আসলে আমাদের ধারনা ছিল ভুল।আমরা এমন এক দেশে জন্মেছি যেখানে নাস্তিকদের নিরাপত্তা দেয়া হয়।তাদেরকে শহীদ উপাধীতে ভূষিত করা হয়।আর মা,মাটি,মানুষ এবং স্বাধীনতার কথা বললে গলায় চুরি বসানো হয়।এরই নাম মনে হয় স্বাধীনতা।এরই নাম হচ্ছে ৩০ লাখ প্রানের রক্তে অর্জিত স্বাধীনতা!!!!
বিষয়: বিবিধ
৮৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন