বাংলার মানুষ আজ স্বাধীনতা চায়
লিখেছেন লিখেছেন ভালো পোলা ১১ এপ্রিল, ২০১৩, ০৫:৩৬:৫৫ বিকাল
মাহমুদুর রহমান কোন সাধারন মানুষ নয়।তিনি একটি উজ্বল তারা।তিনি জ্বলন্ত আগুনের শিখা।আজ বাকশালী সরকার এই তারাকে গ্রেপ্তার করার মাধ্যমে বুঝিয়ে দিল যে,তারা স্বাধীনতায় বিশ্বাস করেনা।গনমাধ্যমের মুখে তালা দিয়ে আজ তারা চাবি পানিতে ফেলে দিয়েছে।তবে সরকার এটা জানেনা যে এক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে বাংলার মানুষকে দমিয়ে রাখা যাবেনা।এই পর্যায়ে আমি একটা কথা বলতে চাই ।মূলত আমি আমাদের বাকশালী সরকারের প্রবর্তক শেখ মুজিবের একটি উক্তি বলতে চাই "বাংলার মানুষ আছ মুক্তি চায়,বাংলার মানুষ আজ স্বাধীনতা চায়।"
বিষয়: বিবিধ
৮৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন