১৯৭১-এ আওয়ামীলীগের মানবতা বিরোধী অপরাধ। ১লা মার্চ থেকে শুরু।

লিখেছেন লিখেছেন বুদ্ধু ১৮ ডিসেম্বর, ২০১৩, ০৭:১৫:১০ সন্ধ্যা



এই সময়ে শেখ মুজিবের শাসনই জারি ছিল। তার আদেশ-নির্দেশ মোতাবেক তৎকালীন পূর্বপাকিস্তানের সামরিক বেসামরিক প্রশাসন চলতো। শেখ মুজিব ২৫মার্চ পাকিস্তান গেলেও তার ধারাবহিকতা চলতে থাকে। দিনপঞ্জিতে দেখানো হয়েছে আওয়ামীলীগের পৈশাচিকতা এবং হিংস্রতা। এর বিচার হলে বাংলাদেশ আজ এই অরাজক পরিস্থিতির শিকার হতো না। এই কলঙ্ক না মুছতে পারলে বাংলাদেশের রক্ষা নাই।

দি ইস্ট পাকিস্তান ট্রাজেডি’ বই থেকে উদ্ধৃতি দেয়া হলো। পাতা: ১৩৯: ‌লেখক এল. রাশব্র“ক উইলিয়ামস। তিনি ঐ সময়ে ভারতের জনসংযোগ বিভাগের পরিচালক ছিলেন।

চট্টগাম: ২৬-৩০ মার্চ, চট্টগ্রাম শহর।

‘‘শহরটি আওয়মী লীগের স্বেচ্ছাসেবক বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী সদস্যদের নিয়ন্ত্রণে ছিল, যারা শহরের ভিতরে অবস্থিত কলোনী ও তার আশপাশে ব্যাপক হারে লুটতরাজ, হত্যাকান্ড ও সেখানে অগ্নিসংযোগ করেছিল। আওয়ামী লীগের চট্টগ্রাম অফিসে একটি সহ সেখানে বেশ কয়েকটি জবাইখানা স্থাপন করা হয়েছিল, যেখানে নারী পুরুষ ও শিশুদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল, অনেক ক্ষেত্রে ঐ সব হতভাগ্যদের শরীর টুকরা টুকরা করে কাটার আগে শরীর থেকে শিরিঞ্জ দ্বারা রক্ত টেনে নেয়া হয়েছিল। নিহতের সংখ্যা দশ হাজার থেকে বারো হাজার।’’

বিষয়: বিবিধ

১৪৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File