যুদ্ধাপরাধীর ফাঁসী: কাদের মোল্লা কি আর্মী অফিসার ছিলেন?
লিখেছেন লিখেছেন বুদ্ধু ১৪ ডিসেম্বর, ২০১৩, ১১:০০:৫৭ সকাল
আমরা জানি মিলিটারীরা যুদ্ধ করে। যুদ্ধ করতে গিয়ে বেসামরিক লোকদের উপর হত্যা লুণ্ঠন ধর্ষন ইত্যাদি অপরাধ সংঘঠিত করলে সে যুদ্ধাপরাধি হিসেবে গণ্য হয়। কাদের মোল্লা যদি যুদ্ধাপরাধী হয় তবে অবশ্যই তিনি পাকিস্তানী আর্মীর কোন সৈনিক ছিলেন্ যিনি শত শত লোককে হত্যা করেছিলেন। তা হলে পাকিস্তানী মিলিটারীরা তো কোন অপরাধ করে নাই। অপরাধ করেছে কাদের মোল্লার মত কিছু মানুষ যারা বাঙ্গালী ছিল। তবে কেন খালি খালি পাকিস্তানীদেরকে দোষারোপ করা হয়? কাদের মোল্লারাই তো পাকিস্তানীদেরকে পরিচালনা করেছে। বিচারপতিদের রায় সেই প্রমাণই করে।
এখন শেখ হাসিনাকে প্রমাণ করতে হবে কাদের মোল্লা সৈনিক ছিল।
বিষয়: বিবিধ
১৪০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন