শহীদ আব্দুল কাদের মোল্লার শেষ ইচ্ছাটা সত্যিই কি পূরণ হয়েছে
লিখেছেন লিখেছেন টোকাই বাবু ১৪ ডিসেম্বর, ২০১৩, ০৫:০০:৪৩ বিকাল
আমরা জানি মৃত্যুর আগ মুহুর্তের ইচ্ছাটা সবাই পূরণ করার চেষ্টা করে। একজন মানুষ হিসেবে এটা খুবই স্বাভাবিক।
শহীদ আব্দুল কাদের মোল্লার শেষ ইচ্ছা কি ছিলো তা নিয়ে এখনো চলছে নানান কথা। তবে দৃশ্যত এটিই মনে হচ্ছে যে, তার মনের শেষ ইচ্ছাটা এই জালেম সরকার পূরণ করতে পারে নি।
খুব বেশী কিছু ছিলো না এই শেষ ইচ্ছাটাতে..................
ছাত্রজীবনে মিসরে সাইয়্যেদ কুতুব শহীদের শাহাদাতের কথা বলতে গিয়ে একদিন প্রফেসর গোলাম আযম আমার (শহীদ আব্দুল কাদের) গলায় হাত দিয়ে বলেছিলেন, একদিন তোমার গলায়ও এ দড়ি পড়তে পারে।
আর এই শহীদের শেষ ইচ্ছাটাও ছিলো- ইসলামী আন্দোলনের প্রাণ-পুরুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমকে দেখা।
ঢাকা কেন্দ্রিয় কারাগারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘গত ১০ ডিসেম্বর মঙ্গলবার, আর গতকাল বৃহস্পতিবার- এই দুইদিন কাদের মোল্লা শেষ ইচ্ছে হিসেবে গোলাম আযমের সঙ্গে শেষ দেখা করতে সুযোগ চেয়েছিলেন। কিন্তু দেখা হয়নি। তবে ওই দুই দিনই তার পরিবারের সদস্যদের সঙ্গে তার দেখা হয়েছিল।’
কাদের মোল্লা কারাগার কর্তৃপক্ষকে জানান, পরিবারের সদস্যসহ অধ্যাপক গোলাম আযমের সঙ্গে দেখা করার কথা।
সূত্রটি জানায়, ‘গোলাম আযমের সঙ্গে শেষবারের মতো দেখা করার ইচ্ছে ব্যক্ত করলেও কারা কর্তৃপক্ষ কাদের মোল্লাকে বলে, গোলাম আযম ৯০ বছরের সাজাপ্রাপ্ত। তার সঙ্গে দেখা করানোটা সম্ভব নয়।’
গোলাম আযমকে শেষবার দেখতে চেয়েছিলেন কাদের মোল্লা
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন