দেশবাসীর প্রতি ডা. শফিকুর রহমানের ভিডিও ভার্তা
লিখেছেন লিখেছেন টোকাই বাবু ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৮:২০:৪৩ সকাল
জাতির উদ্দেশ্যে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ডা: শফিকুর রহমানের ভিডিও বার্তা...
বার্তাটিতে দেখা যায় খুবই স্বাভাবিকভাবে ডা.শফিকুর রহমান কথা বলছেন কিন্তু একপর্যায়ে আবাগে আব্লুত হয়ে পড়েন, পড়ক্ষনেই নিজেকে সামলে নেন।
পরিবারের সদস্যরা দেখা করতে গেলে তিনি বলেন---
তার এই হত্যাকান্ডের প্রতিশোধ নিতে গিয়ে একজন মানুষকে হত্যা করা হোক তা তিনি পছন্দ করবেন না।
তিনি আরো বলেন, বরংচ নিয়মতান্ত্রিক ও গনতান্ত্রিক পন্থায় আন্দোলনটিকে দুর্বার থেকে দুর্বারতর করে এই জালিম সরকারের পতন নিশ্চিত করতে তিনি তার সাথী ও দেশবাসীকে ঝাপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন।
জাতির উদ্দেশ্যে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ডা: শফিকুর রহমানের ভিডিও বার্তা
শহীদ আব্দুল কাদের মোল্লা ও তার স্ত্রীর মধ্যে শেষ কথোপথন ছিলো------
বিদায় বেলায় স্ত্রীর সঙ্গে শেষ কথা বলেন তিনি, ‘ধৈর্য ধরো, আল্লাহর ওপর ভরসা রেখো। তোমার হক যথাযথভাবে আদায় করতে পারিনি বলে ক্ষমা করে দিও।’
উত্তরে তার স্ত্রী বলেন- ‘দীর্ঘদিন কারাবন্দী থাকায় আপনার সেবা করতে পারিনি। বিদায়বেলায়ও পাশে থাকতে পারছি না। জীবন চলার পথে ইচ্ছায়-অনিচ্ছায় কোন অন্যায় হয়ে থাকলে মাফ করে দেবেন।'
শহীদ আব্দুল কাদের মোল্লার জানাজা ও জানাযা পরবর্তী গগনবিদারী মুনাজাত লিংক Click this link
যেমন স্বামী তেমনি তার স্ত্রী। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন ও জান্নাতের সর্ব্বোচ্চ মর্যাদা দান করুন। (আমীন)
বিষয়: বিবিধ
১৫৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন