ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ "সাইয়েদ কুতুব শহীদ"
লিখেছেন লিখেছেন টোকাই বাবু ২৩ নভেম্বর, ২০১৩, ১২:১৮:৫২ রাত
১৯৬৬সালের ২৯'আগস্ট। একটি গতানুগতিক রাত নয়। ইতিহাসের এক কালো রাত, হযরত মুসার পুণ্যভূমি মিসরের ফেরাউনের প্রেতাত্বা জামাল নাসের ক্ষণজন্মা ইসলামী চিন্তানায়ক সাইয়েদ কুতুবকে ফাসির কাষ্টে ঝুলান। ফেরাউন স্বয়ং বেচে থাকলে সে যে কাজ করত আজ তার এক নিকৃষ্ট অনুসারী তাই তরতে উদ্যত হলো!!! ফেরাউনও এই হুংকার দিয়েছিলো:
'অবশ্যই আমি কেটে দেবো তোমাদের হাত-পা বিপরীত দিক থেকে, তারপর তোমাদের সবাইকে আমি শুলীতে চড়িয়ে দেবো।' (সূরা আল আরাফ: ১২৪)
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
বিখ্যাত তাফসীর "তাফসীর ফি যিলাযিল কুরআন" যার অর্থ "কুরআনের ছায়াতলে"-এর লেখক সাইয়েদ কুতুব শহীদের শাহাদাতের পূর্ব মুহূর্তের কিছু অংশের ভিডিও। সর্বশেষ যে গ্রন্থটি লেখার জন্য তাকে ফাসির কাষ্টে ঝুলতে হয়েছিলো সেই ঐতিহাসিক গ্রন্থটি হলো 'মায়ালেম ফিত তারীক'।
আশা করি সবার ভালো লাগবে...প্রেরণার বাতী ঘরে আরো একবার নাড়া দিয়ে যাবে এই শহীদের স্নৃতি________________
Click this link
বিষয়: বিবিধ
১৩২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন