সকল ব্লগারদের উদ্দেশ্য বলছি
লিখেছেন লিখেছেন বেকার সব ২৭ মে, ২০১৩, ১১:১০:১৪ রাত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি মনে করি টুডে ব্লগ একটি বিনোদন মূলক বাংলা ওয়েব সাইট । এখানে সব ধরনের মানুষ লেখা লেখি করে বা ভিজিট করে । সবাই ছাএ-ছাএী বা পেশাজীবী, সবার কাজ কর্ম শেষ করে একটু বিনোদন পাবার জন্য টুডে ব্লগে আসে, কেও গল্প - কবিতা - গান - বিজ্ঞান ও প্রযুক্তি - স্বাস্থ্য টিপস-কোরান ও হাদিস - ভ্রমন কাহিনী - রাজনীতি - বিভিন্ন ধরনের ঘটনা ইত্যাদি বিষয়ে লেখে । এই সব লেখা পড়ে আমরা বিনোদন পেয়ে থাকি, কিন্তু সর্বাধিক লেখা যদি হয় রাজনীতি নিয়ে তাহলে আমরা বিনোদন কোথায় পাব
আপনারা লক্ষ্য করবেন টুডে ব্লগ এর পৃষ্ঠা এক থেকে পাঁচ প্রযন্ত সর্বাধিক লেখা রাজনীতি নিয়ে, আর বাংলাদেশের রাজনীতির কি অবস্থা তা সবাই কম বেশি ভাল যানে
ব্লগার যারা রাজনীতি নিয়ে লেখেন দয়া করে অল্প পরিমান লেখেন, যাতে করে আমরা টুডে ব্লগে এসে একটু বিনোদন পায়
লেখা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ( আল্লাহ হাফেজ )
বিষয়: বিবিধ
২১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন