◉ মানুষের শরীর সম্পর্কিত কিছু তথ্য ◉

লিখেছেন লিখেছেন বেকার সব ২৩ মে, ২০১৩, ০৫:০০:০১ বিকাল

◉ মানুষের শরীর সম্পর্কিত কিছু তথ্য ◉

√ একজন পুরুষ দৈনিক ৪০ টা চুল হারায় আর নারী হারায় ৭০ টা চুল।

√ আমাদের শরীরের রক্তে যেই পরিমান লবন আছে তা একটা সাগরে থাকা লবনের সমান।

√ আপনি প্রতিদিন সকালে তুলনামূলক লম্বা হয়ে যান রাতের সময়ের চেয়ে।

√ হৃৎপিণ্ড পুরো শরীরে সারাদিন গড়ে এক হাজার বার রক্ত সঞ্চালন করে থাকে।

√ চোখের পাপড়ি আয়ুকাল ১৫০ দিন।

√ চোখের ভ্রু তে প্রায় পাঁচশো টি চুল আছে।

√ মানুষের শরীরের গড়ে প্রায় একশো বিলিয়ন নার্ভ সেল রয়েছে।

√ মানুষ কখনই চোখ খোলা রেখে হাঁচি দিতে পারেনা।

√ মানুষের শরীরে হাড় জমাট বাধা কংক্রিট এর চেয়ে ও বেশি শক্ত।

√ জিহ্বা স্বাদের মুল প্রতি ১০ দিন পর পর নষ্ট হয়ে যায়।

√ বাচ্চারা বসন্তকালীন সময়ে সবচেয়ে বেশি বেড়ে উঠে।

√ চোখ সারা জীবন একই আকারে থাকলেও নাক এবং কান বেড়ে উঠে।

√ আমরা জন্মের সময় ৩০০ টা হাড় নিয়ে জন্মাই কিন্তু আমরা যখন পূর্ণবয়স্ক হই তখন আমাদের হাড় হয়ে যায় ২০৬ টা।

√ মানুষের মাথার খুলি ভিন্ন রকমের ২৬ টি হাড় ইয়ে তৈরি।

√ হাতের নখের মত পদার্থ দিয়েই তৈরি হয়েছে চুল।

√ শরীরের ভেতরের সমস্ত যন্ত্রাংশ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যখন আমরা হাঁচি দেই।ইভেন আমাদের হার্ট ও।

√ জিহ্বা মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী একটি পেশী।

√ একজন আদর্শ মানুষ দৈনিক ছয়বার বাথরুমে যায়।

√ মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে ৭ সেকেন্ড।

√ বাচ্চাদের জিহ্বা স্বাদের মুল পূর্ণবয়স্ক একজন মানুষ থেকে অতি স্বাদ প্রিয়।

√ হাঁচির সময় মানুষের নাক দিয়ে বাতাস বের হয় ১০০ কিঃমিঃ বেগে।

√ আপনি যেই পেশীর উপর বসে থাকেন সেটিই আপনার শরীরের সবচেয়ে বড় পেশী।

√ সবচেয়ে ছোট হাড় হচ্ছে কানের হাড়

সৃএ ইনটাররেট

বিষয়: বিবিধ

১১৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File