বাঘ আর বিড়ালের কথা মনে পরে গেল
লিখেছেন লিখেছেন বেকার সব ২৭ এপ্রিল, ২০১৩, ০২:৩৭:০৫ রাত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
একদিন বাঘ বিড়ালকে ধাত্তয়া করল কিন্তু, বাঘ বিড়ালকে ধরতে পারল না । বিড়াল ধুরে গাছে ওঠে গেল তখন বাঘ বিড়ালকে বলল তকে ধরতে না পারলে কি হয়েছে তর মল কে তো ধরতে পারব।
এখন কথা হল সাভারে ধসে পড়া বহুতল ভবন ‘রানা প্লাজা’র মালিক মো. সোহেল রানা কে পুলিশ ধরতে না পেরে তার দুই আত্মীয়কে ধরেছে। তারা হলেন রানার চাচাত ভাই জাহাঙ্গীর আলমের স্ত্রী মুন্নী বেগম ও রানার ফুফা আনোয়ার হোসেন।যারা কিনা সাভারে ধসে পড়া বহুতল ভবনের সাথে জরিত না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন সোহেল রানা সাভর পৌর যুবলীগের কোন নেতা নয়,
তাহলে নিশ্চিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনুযায়ি বলা যায়, সোহেল রানা বি ন পি অথবা জামাত-শিবিরের নেতা।
সোহেল রানা বি ন পি অথবা জামাত-শিবিরের নেতা হলে তাকে গেপ্তার করতে সরকারের ১২ ঘন্টা সময় লাগার কথা।
যেমন গেপ্তার করেছেন বি ন পি বড় বড় নেতাদের ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে । বি ন পি নেতাদের গেপ্তার করেছেন হরতালের দিনে গাড়িতে আগুন লাঘানুর অপরাধে।
আর সোহেল রানার অপরাধ অনেক বড় ১০০০ হাজার মানুষ হত্যা এবং ৫০০০ হাজার আহত করেছেন যা বলে শেষ করা যাবে না।
আমি প্রথমে সোহেল রানার ফাসি চায় তার পর গার্মেন্টের মালিকদের
সবশেষে এটাই বলতে চায় যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি, আল্লাহ তাদের বেহেস্তবাসী করুন যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি।
বিষয়: বিবিধ
১২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন