আমার মনে হয় জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট।কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসছে।
লিখেছেন লিখেছেন মাজহার১৩ ০৭ এপ্রিল, ২০১৪, ১১:০৫:২২ রাত
কোন প্রশ্নবোধক নয়, কোন আশ্চার্যবোধক চিহ্ন নয়, হেডলাইনে কিন্তু দাড়ি দিলাম।
কারন জিয়াউর রহমানের ঐ ঘোষনায় যে শেখ মুজিবের পক্ষে আমি জিয়া বলছি এটার কি কোন দলিল রেকর্ড আছে?
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বলেছিলেন, আমি জিয়াউর রহমান বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে বলছি। এটার বিরুদ্ধে কি কোন প্রমান আছে?
কারন বাংলাদেশের মানুষ জানে শেখ মুজিব স্বেচ্চায় কারাবরন করেছে। ৭ই মার্চের ভাষনেও স্বাধীনতার কোন সুনির্দিষ্ট ঘোষনা ছিলনা যদিও আওয়ামী লীগ তাবিজ বিক্রির মত চেষ্টা করছে। সেই সুযোগে ধুর্ত জিয়া্র নিজেকে প্রেসিডেন্ট বলা ছাড়া উপাই ছিলনা। সে ধুর্তামি করুক আর যাই করুক বাংলাদেশের স্বার্থেই করেছে।
সৈয়দ মুদাচ্ছির রাজাকার বীরপ্রতিকের ভাষনে জানতে পারবেন
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারেক রহমান ও খালেদা জিয়াকে ধন্য ইতিহাসের সত্য ঘটনাটি জাতির কাছে উপস্থাপন করার জন্য। না হলে ইতিহাস বিকৃত থাকত। এট লিষ্ট বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ মানে জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।
http://chairmanbd.blogspot.co.uk/2014/03/blog-post_28.html
২৬শে মার্চ আর মুজীব নগর সরকার এর মাঝের দিন গুলোকি দেশ অভিভাবক ছাড়া ছিল?
এসময়েই জিয়া ছিলেন৷
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন