ফুলিদের ভেতর সুন্দর একটা সত্তা আছে...

লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ০৭ এপ্রিল, ২০১৪, ১০:৪৩:৩৪ রাত

ফুলি ছোট বেলা বাবাকে হারিয়েছে, তারপর মায়ের অন্যত্র বিয়ে হলে তার সৎ বাবা ফুলিকে নিতে অনিহা প্রকাশ করে। ফুলি বড় হতে থাকে নানার বাড়িতে...। ফুলির গায়ের রংটা একটু কালো কিন্তু চেহারাটা বেশ মায়াবী...নানার বাড়িতে কাজের মেয়ের মত আচরণ করতো ফুলির মামি, কোন কাজের একটুখানি ভুল হলে মামির হাতের নির্মম অত্যাচার সহ্য করতে হতো তাকে। একদিন ভাত পাকাকে গিয়ে ভাত অতিরিক্ত নরম হওয়ায় ফুলির মামি গরম ছেনির ছেঁকা দিতেই "মাগো" বলে চিৎকারে প্রকম্পিত করে তুলে চারদিকের পরিবেশটাকে কিন্তু কে শুনবে এই হতবাগীর ডাক? ফুলির নানীর বয়স হয়েছে অনেক, লাঠিতে বর করে খটখটিয়ে ফুলির কাছে এসে পুত্রবধুকে তিনি কিছু বলতে পারে না কেননা কিছু বললেই ওনার খাবার বন্ধ! চোখের জলে শান্তনার বাণী শুনানো ছাড়া কি বা তিনি আর করতে পারেন? ততক্ষণে ফুলির হাতে কতগুলো ঠসা ফুটে ওঠে...বলে মাগি কোথাকার ভাত টা ঠিকমতো রান্না করতে পারিস না, থাকিস কেন এই সংসারে চলে যা যেদিকে ইচ্ছে।

ফুলি কালো বলে তার বিয়ে হচ্ছে না, এই নিয়েও শুনতে হয় তাকে কতশত কটু কথা!

ফুলি সব কিছু সয়ে যায় এই ভেবে কষ্টে যাদের জীবন গড়া তার আবার কষ্ট কিসের? ফুলির পাশের পাড়ায় হারিস মিয়া একদিন ফুলির কষ্ট ক্লিষ্ট জীবন চিত্র সহ্য না করতে পেরে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠায়...

....যথারীতি বিয়ে টাও হয়ে যায় চৈত্র মাসে, চৈত্র মাস মানে গায়ের লোকদের অভাবের মাস। অভাবের ভেতর ফুলিকে কী দিয়ে সন্তুষ্ট করবে তার স্বামী, এই ভেবে হারিস মিয়ার একটু মন খারাপ..

তা দেখে ফুলি তার স্বামীর পাশে এসে বসে, বলে আপনি মনটা ভার কইরা বইসা আছেন ক্যান?

ফুলির স্বামী বলে অভাবের মাস চৈত্র মাস তোমারে ভালো একটা শাড়ি দিমু হেই ক্ষেমতাডা আমার নাই..

ফুলি বলে দেখ ....আমি কালো দেখে সবাই আমাকে ঘৃণা করতো তুমি ভালোবেসে আমায় ঠাই দিছো। অথচ দেখো, আমি ইচ্ছা করে কালো হইনি। আল্লাহ আমাকে বানিয়েছেন। আল্লাহর সৃষ্টিকে ঘৃণা করা কি উচিত? তুমি ভালোবেসে ঠাই ছিলো এজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।

.....মানুষ মানুষের কাছে কি চায় জানো? একটু ভালোবাসা। কিন্তু আমরা মানুষের মধ্যেই জটিল একটা দেয়াল গড়ে তুলেছি। আর সেই দেয়ার ভেদ করে তুমি আমায় সম্মানিত করছ আর কি চাই আমার? মন খারাপ করো না স্রষ্টা একদিন আমাদের সুদিন আনবে।

বিষয়: বিবিধ

১৪৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204118
০৭ এপ্রিল ২০১৪ রাত ১০:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
204129
০৭ এপ্রিল ২০১৪ রাত ১১:০৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
204207
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৩:৫২
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
204294
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫১

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File