জামায়ত নিষিদ্ধ হওয়া উচিত এবং হচ্ছেঃ জামায়াতীদের ভবিষ্যত।
লিখেছেন লিখেছেন মাজহার১৩ ২৫ মার্চ, ২০১৪, ০১:১০:০১ দুপুর
মুক্তিযুদ্ধের চেতনাকেন্দ্রিক দ্বিধাবিভক্ত বাংলাদেশের ঐক্যের জন্য জামায়াতের নিষিদ্ধ হওয়া জরুরী। তবে এই প্রস্তাবে রাজি থাকলে হা বলুন, না থাকলে না বলুন কারনসহ।
১৯৪৭ সাল থেকেই বারবার জামায়াত রাজনৈতিক ভুল করে আসছে। আদর্শিক ভাবে অনুকরনীয় দল হলেও রাজনৈতিক ভাবে অদূরদর্শি ও প্রজ্ঞাহীন রাজনৈতিক দলের অপর নাম জামায়াত।
যে বিষয়গুলোতে ছাড় দিয়ে সামগ্রিক আলেম-ওলামাদের সাথে ঐক্যবদ্ধ হওয়া যেত, সে বিষয়গুলোকে গুরুত্বসহকারে বিবেচনা না করে আত্মপক্ষ সমর্থনের জোর প্রচেষ্টা বাংলাদেশের ইসলামপন্থীদেরকে বহুধাবিভক্ত করেছে। বাংলাদেশে এতগুলো ইসলামী দল সৃষ্টির জন্য জামায়াতই দায়ী। বামপন্থী ও ধর্মিনিরপেক্ষীদের চেয়েও ইসলামী দলগুলোই জামায়াতের বিরুদ্ধে সবচেয়ে বেশী অপপ্রচার চালায়।
প্রশ্ন হোল জামায়াত যদি আদর্শহীন বি এন পির সাথে জোট করতে পারে, সেক্ষেত্র ইসলামীপন্থীদের নিয়ে আলাদা জোট করতে পারে না কেন? অহঙ্কার না হীনমন্যতা।
জামাত নিষিদ্ধ হওয়া জামাতের জন্য শাপেবর হবে। কারন ঐতিহাসিক ভুল ত্রুটিগুলো দূরে ঠেলে দিয়ে নিবন্ধিত একটি ইসলামী দলের সাথে একীভুত হলেই ভাল হবে বলে বিশ্বাস, কারন এই মুহুর্তে নতুন কোন ইসলামী দলের নিবন্ধন দিবে বলে মনে হয় না। তাই নিষিদ্ধ হওয়ার আগেই কাজ শুরু করে দিতে হবে। যদিও অনেক দেরী হয়ে গেছে।
শিবির ক্যাডারভিত্তিক রাখলে নতুন দলে মুরুব্বী সংগঠনে ক্যাডার পদ্ধতি বাদ দিতে হবে যাতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের সহজেই দলে স্থান দেয়া যায়।
বিষয়: বিবিধ
১৪২৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুনিয়া যত দিন
থাকবে ইসলামী দল
ততদিন থাকবে।
এছাড়া অন্য যে কোন
দল দুনিয়া থেকে
চিরবিদায়
নিতে পারে এবং অনেক
নিয়েছেও।
এবার যদি পারেন, নিজের ভবিষ্যৎ সম্পর্কে পাঠককে কিছু জানাতে পারেন কিনা দেখেন।
ভাই,
জঙ্গিবাদী--আওয়ামীলীগের সদস্যরা মুক্তিযুদ্ধ না করেই যদি মুক্তিজুদ্ধা হতে পারে তবে,
** মাঝার ১৩ ** ভাই ২ কলম যখন লিখতেই পারলো তখন ,
নিজেকে বুদ্ধিজীবি মনে করলে আপনার চেতনায় লাগে কেন ???????
****{এবার যদি পারেন, নিজের ভবিষ্যৎ সম্পর্কে পাঠককে কিছু জানাতে পারেন কিনা দেখেন। }***
তারমানে আপনি ** মাঝার ১৩ ** ভাইকে হুমকি দিছেন তাই না ???
তবে জনতার ডিজিটাল গালির জন্য প্রস্তুত হন = ""বেটা জঙ্গি--লীগের বাচ্চা""
1. মওদুদী দর্শণ, মওদুদীবাদ ও মওদুদী মতবাদ কি এবং কেন ? (১ম পর্ব)
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1864/fakhrul/33316
2.. জামায়াত নিষিদ্ধ হওয়ার গুরুত্ব ও তাৎপর্য
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1864/fakhrul/13763
3. বর্তমান সময়ের জামায়াত-শিবির নেতা-কর্মীদের মানষিকতা (১ম পর্ব)
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1864/fakhrul/31796
4. জামায়াতের নিবন্ধন অবৈধ-এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট ( নিউজ পোস্ট )
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1864/fakhrul/30116
5. আমি কেন বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলোকে পছন্দ করি না ? (১ম পর্ব)
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1864/fakhrul/32975
6. জামায়াতের নেতা-কর্মীরা আসলে কি চান ? কেউ বলবেন কি ?
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1864/fakhrul/34569
7. বাংলাদেশে কুইসলিং-দের উদয় হয়েছে আর অনেকে মানষিকভাবে বিকারগ্রস্হ হয়েছে
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1864/fakhrul/36860
মন্তব্য করতে লগইন করুন