বইঃ সহীহুল বুখারী (তাওহীদ পাবলিকেশন্স) (ইন্টারেকটিভ লিংকসহ)

লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার ২৫ মার্চ, ২০১৪, ০১:১২:৩২ দুপুর



বইঃ সহীহুল বুখারী (হাদীস গ্রন্থ) (তাওহীদ পাবলিকেশন্স)

লেখক সম্পর্কে কিছু কথাঃ

ইসলামের ইতিহাসে যে ক’জন মনীষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ সমুন্নত রাখা ও তা মানব জাতির নিকট পৌঁছে দেওয়ার জন্য অবিস্মরণীয় অবদান রেখে গেছেন, তাদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হলেন ইমাম বুখারী রহ.। তার লিখিত হাদীস গ্রন্থ সহীহ বুখারী আল কুরআনের পরেই সর্বাধিক গ্রহণযোগ্য ও বিশুদ্ধ গ্রন্থ হিসেবে স্বীকৃত। ইমাম বুখারী রহ. ১৯৪ হিজরী ১৩ ই শাওয়াল উজবেকিস্তানের অন্তর্গত বুখারা নামক শহরে জন্মগ্রহণ করেন। তার নাম রাখা হয় মুহাম্মাদ, পরিচিত ছিলেন আবু আব্দুল্লাহ নামে। পিতার নাম ছিলো ইসমাইল।

ইমাম বুখারী রহ. মাত্র ২৩ বছর বয়সে ২১৭ হিজরী হারাম শরীফের অভ্যন্তরে বসে এ কালজয়ী গ্রন্থ সংকলন শুরু করেন। তারপর মসজিদে নববীর মিম্বর ও রওজা পাকের মধ্যবর্তী ‘বাইজা’ নামক স্থানে বসে সহীহ বুখারীর শিরোনাম সংযোজন করেন। সুদীর্ঘ ১৬ বছর অক্লান্ত ও নিরলস প্রচেষ্টায় ২৩৩ হিজরী সনে সংকলনের কার্যক্রম সমাপ্ত করেন।

তাওহীদ পাবলিকেশন্সের অনুবাদ নিয়ে কিছু কথা:

সহীহুল বুখারী হলো আল্লাহর কিতাব আল-কুরআনের পর সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব। ইসলামের অন্যতম উত্স হাদীস এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বিশুদ্ধ কিতাব। এটির অনেক অনুবাদ বাংলা ভাষায় রয়েছে। অনুবাদের গ্রহণযোগ্যতার দিক দিয়ে তাওহীদ পাবলিকেশন্স এর সহীহুল বুখারী সবার শীর্ষে। এটি মোট ৬টি খন্ডে প্রকাশিত। ইতিমধ্যে ইন্টারনেটে এটার সবগুলো খন্ডই প্রকাশিত হয়েছে।

সহীহুল বুখারী (হাদীস গ্রন্থ) (তাওহীদ পাবলিকেশন্স)

ডাউনলোড লিংকঃ

প্রথম খন্ড

দ্বিতীয় খন্ড

তৃতীয় খন্ড

চতুর্থ খন্ড

পঞ্চম খন্ড

ষষ্ঠ খন্ড

সবগুলো একসাথে জিপ ফাইল

কৃতিত্ব: সবগুলো বই সংগ্রহ করা। মূল কৃতিত্ব যারা স্ক্যান করেছেন। আল্লাহ তাদেরকে কবুল করুন।

বইটি পছন্দ হলে বাজার হতে কিনে নিবেন। কোন প্রকাশক বা লেখকের ক্ষতি করা আমার উদ্দেশ্য নয়।

বিষয়: সাহিত্য

২১২৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197664
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৭
নূর আল আমিন লিখেছেন : বাহ ভালোতো
২৬ মার্চ ২০১৪ রাত ০১:৪৫
147992
মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
197971
২৫ মার্চ ২০১৪ রাত ১১:১২
মাটিরলাঠি লিখেছেন : খুবই ভালো একটি পোস্ট দিয়েছেন। যাযাকাল্লাহু খাইরান।

"বইটি পছন্দ হলে বাজার হতে কিনে নিবেন। কোন প্রকাশক বা লেখকের ক্ষতি করা আমার উদ্দেশ্য নয়" - ইসলামী বইয়ের ক্ষেত্রে এই বিধিনিষেধ থাকা উচিত নয় মনে করি।

“কোরআন, পৃথিবী ও বিজ্ঞান – সংঘাত না সমন্বয়” – ইবুক আকারে ডাউনলোড করে নিন।

২৬ মার্চ ২০১৪ রাত ০১:৪৫
147991
মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার লিখেছেন : আমিও সেটাই মনে করি। তবে অনেকে মনে করে পিডিএফ পড়লে প্রকাশকের ক্ষতি হয়, তাই উক্ত লাইনটি লেখ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File