জন্ম হার বাড়াতে 'স্পীড ডেটিং' এ উৎসাহ দেবে জাপান

লিখেছেন লিখেছেন মোঃমাছুম বিল্লাহ ১৬ মে, ২০১৫, ০৮:২৪:২৩ সকাল

জাপান সরকার সেদেশে জন্মহার বাড়ানোর লক্ষ্যে জীবনসঙ্গী খোঁজার জন্য ‘স্পীড ডেটিং’ এর মত অনুষ্ঠানে উৎসাহ যোগাতে চায়।

যেসব স্থানীয় কর্তৃপক্ষ ‘স্পীড ডেটিং’ বা এরকম ঘটকালির অনুষ্ঠানের আয়োজন করবে, তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সহযোগিতা পাবে। জাপানের কিয়োডো সংবাদ সংস্থা নতুন এক খসড়া সরকারী নীতি উদ্ধৃত করে এ কথা জানাচ্ছে।

মার্চের শেষ নাগাদ জাপানের মন্ত্রিপরিষদ এই নীতি অনুমোদন করবে বলে কথা রয়েছে। এতে জাপানে লোকজন যাতে বেশি সন্তান নিতে উৎসাহিত হয় তার জন্য নানা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

এই খসড়া নীতিতে হুঁশিয়ারি দেয়া হয়েছে যে এখন থেকে ২০২০ সালের মধ্যে জাপান বড় ধরণের সংকটের মুখে পড়তে যাচ্ছে। কারণ দেশটিতে যথেষ্ট নতুন শিশু জন্ম নিচ্ছে না।

এ কারণেই সরকার জাপান সরকার সম্ভাব্য পাত্র-পাত্রীদেরকে তাদের জীবন-সঙ্গী খুঁজে বের করতে সাহায্য করতে চায়।

সন্তান নিতে দম্পতিদের উৎসাহ যোগাতে বিনামূল্যে নার্সারীতে শিশু যত্নের ব্যবস্থা, নিঃসন্তান দম্পতিদের জন্য ফার্টিলিটি ক্লিনিক, পুরুষদের জন্য ‘পিতৃত্ব ছুটি’ বাড়ানো ইত্যাদি নানা ব্যবস্থার সুপারিশও করা হয়েছে।

২০১৪ সালে জাপানে শিশু জন্মহার ছিল এযাবতকালের মধ্যে সবচেয়ে কম। আগের বছরের চেয়ে নয় হাজার কম শিশু জন্ম নেয় গতবছর।

http://www.bbc.co.uk/bengali/news/2015/03/150313_mh_japan_speed_dating

বিষয়: বিবিধ

১২১৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320309
১৬ মে ২০১৫ সকাল ০৯:২২
সুমন আখন্দ লিখেছেন : নট ব্যাড ভালো লাগলো
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
261466
মোঃমাছুম বিল্লাহ লিখেছেন : পর পর দুটি খবর পেলাম একই রকম তাই শেয়ার না করে পারলাম না ।
320313
১৬ মে ২০১৫ সকাল ১০:৫৩
হতভাগা লিখেছেন : একবার ''একটার বেশী সন্তান নয় '' এরকম প্রচার চালায় আরেকবার ''স্পীড ডেটিং '' করিয়ে সন্তান জন্মহার বাড়াতে কাহিনী নিয়ে আসে -- সম্পদ মনে হয় এত বেশী হয়ে গেছে যে উপচাইয়া উপচাইয়া পড়তেছে । ভোগ করার কেউ নেই ।
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
261467
মোঃমাছুম বিল্লাহ লিখেছেন : এভাবে চললে তারাতো বিলুপ্ত হয়ে যাবে ।
320370
১৬ মে ২০১৫ বিকাল ০৪:২৭
জোনাকি লিখেছেন : ধন্যবাদ।
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২১
261468
মোঃমাছুম বিল্লাহ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File