খাওয়ার আগে “বিসমিল্লাহির রহমানির রহিম” উচ্চারণ করা এটা কি সুন্নাত?
লিখেছেন লিখেছেন মোঃমাছুম বিল্লাহ ১৮ অক্টোবর, ২০১৩, ০৩:৫২:৩৮ দুপুর
প্রশ্নঃ অনেক মুসলমান খাওয়ার
আগে “বিসমিল্লাহির রহমানির রহিম”
উচ্চারণ করে এটা কি সুন্নাত?
উত্তরঃ ডাঃ জাকির নায়েকঃ
আমার জ্ঞানানুযায়ী এমন কোনো সহীহ
হাদীস নেই যেখানে বলা হয়েছে যে,
মুহাম্মাদ (সা) খাওয়ার
পূর্বে “বিসমিল্লাহির রহমানির রহিম”
উচ্চারণ করেছেন।
তবে হাদীসে বলা হয়েছে- তিনি শুধু
‘বিসমিল্লাহ’ বলতেন। যেমন
হাদীসে এসেছে যে, মুহাম্মাদ (সা)
বালকদেরকে বলছেন যে, তোমরা খাওয়ার
পূর্বে ‘বিসমিল্লাহ’ বলো। (বুখারী, হাদীস
৫৩৭৬)
অপর হাদীসে আছে যে, আয়েশা (রা)
বলেন, যখন খাও তখন ‘বিসমিল্লাহ’
বলে শুরু করো। আর
শুরুতে ভুলে গেলে খাওয়ার সময় যখন
মনে আসে তখন বলো-
“বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি” (আবূ
দাঊদ, হাদীস ৩৭৫৮)। অর্থাৎ
আল্লাহ্র নামে শুরু এবং শেষ করছি।
সুতরাং এগুলোই রাসূল (সা)-এর শিক্ষা।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু লোক
সঠিক জ্ঞানের অভাবে “বিসমিল্লাহির
রহমানির রহিম” বলে। যখন এ রকম
কাউকে মনে করে দেওয়া হয় যে, শুধু
‘বিসমিল্লাহ’ বলতে হবে তখন
সে বলে “বিসমিল্লাহির রহমানির রহিম”
বললে অসুবিধা কোথায়?
বরং এটা ‘বিসমিল্লাহ’ বলার
চেয়ে উত্তম।
এ ক্ষেত্রে তার
বিপক্ষে আপনি যুক্তি দেখাতে পারেন
এভাবে যে, যখন কুরবানি করা হয় তখন
“বিসমিল্লাহির রহমানির রহিম”
কেনো বলা হয় না?
অতএব যেখানো যেটা নির্দেশ
করা হয়েছে সেভাবেই তাকে পালন
করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাব
ে আমরা কুরআন এবং সুন্নাহর সঠিক
অনুসরণ করি না। বরং নিজের মত
অনুযায়ী চলাফেরা করি।
এগুলো পরিহার করতে হবে।
বিষয়: বিবিধ
২০৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন