রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে ‘প্রতিরোধের কবিতা পাঠ’ অনুষ্ঠিত

লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ২১ জুলাই, ২০১৪, ০১:০৭:৫৯ দুপুর



‘ফিলিস্তিনে জ্বলছে আগুন জ্বলছে আগুন ব/ে প্রতিরোধে দাঁড়াও রুখে মানবতার প’ে শ্লোগানকে ধারণ করে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে রাজশাহী শীলন সাহিত্য পরিষদের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরর শহীদুল্লাহ কলাভবনের ২০৪ নং গ্যালারীতে অনুষ্ঠিত হলো ‘প্রতিরোধের কবিতা পাঠ’। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. শহীদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারী কলেজের অধ্যাপক কবি সায়িদ আবুবকর, নওগাঁর প্রবীণকবি খাজা আবদুর রহমান, কবি মুকুল কেশরী, কবি রোকেয়া রহমান, কবি নাসিমা নাইস, রাবির সহযোগী অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন প্রমুখ।

রাবির সহযোগী অধ্যাপক ও মোহনা সম্পাদক কবি ড. মাহফুজুর রহমান আখন্দের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণও ইসরাইলের আগ্রাসন বিরোধী কবিতা পাঠ করেন। এছাড়াও কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি মঈন শেখ, কবি সাবের রাহী, কবি কহিনুর সুলতানা, কবি হাসান আবাবিল, কবি ওয়াহিদ জামান, কবি শরীফ জামিল, রুহুল মুহাম্মদ, তাহসানুল হক সকাল, আহমাদ ফিরোজ, আহমাদ শফিক, নাবিউল হাসান, নাজমূল হক প্রমুখ। ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বিরোধী গান পরিবেশন করেন শিল্পী সোয়াইব হোসাইন, শিল্পী হাবিবুর রহমান শামীম, হাদিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কবি আল মাহমুদ এবং রাজশাহী কলেজের অধ্য প্রফেসর আলী রেজা মুহাম্মদ আবদুল মজিদ এর পাঠানো কবিতা থেকেও পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানে পঠিত প্রত্যেকটি কবিতায় ফুটে উঠেছে ইসরাইলী আগ্রাসনের নিষ্ঠুরতার চিত্র। ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সমবেদনা জানিয়ে গণধিক্কার বিধৃত হয় প্রত্যেক কবির প্রতিবাদী কণ্ঠে। আলোচনাতেও উঠে আসে ফিলিস্তিনের গণহত্যার হৃদয়বিদারক দৃশ্য। বক্তাগণ ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের তীব্র প্রতিবোদ জানান এবং অবিলম্বে সেখানে হামলা বন্ধের আহ্বান জানান। এ ক্ষেত্রে জাতিসংঘসহ আন্তর্জাতিক পরিম-লের মানবিকতার দৃষ্টি আকর্ষণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যলয়ের শিক্ষক কর্মকর্তাসহ শতাধিক কবি সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী উপস্থিত ছিলেন।

আসাদ বাবু

বিষয়: বিবিধ

৯৬৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246672
২১ জুলাই ২০১৪ দুপুর ০১:১০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
246699
২১ জুলাই ২০১৪ দুপুর ০২:১০
দিশারি লিখেছেন : প্রতিবাদ করা উচিত সবারই, তবে আরো ভাল করে...।। ধন্যবাদ।
246730
২১ জুলাই ২০১৪ বিকাল ০৪:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
উপযুক্ত কিছু কবিতা ব্লগে পোষ্ট করতে পারেন।
246998
২২ জুলাই ২০১৪ রাত ০২:০৮
ঈগল লিখেছেন : গণতান্ত্রিক ইসলামিক নেতাদের সাথে আমেরিকার ভালো সম্পর্ক। আগে ঐ নেতাদের আমেরিকার সঙ্গ ত্যাগ করতে হবে,নচেৎ ফিলিস্তিনিদের জন্য মায়া কান্না মায়াই হয়ে থাকবে!! একদিকে ফিলিস্তিনিদের জন্য কান্না করবেন অন্য দিকে আমেরিকান রাষ্ট্রদূতের সাথে ইফতার মাহফিল করবেন তা হয় না।
==============
আপনি এখনও জাতিসংঘের দিবে তাকিয়ে আছেন? পশ্চিমাদের দিকে তাকিয়ে আছেন। হায়রে পরাজিত মানসিকতা!!

পারলে নির্যাতীত মুসলিম উম্মাহর জন্য মুসলিমদের ক্বিতালে জন্য উদ্বুদ্ধ করুন। আর এটাই আল্লাহর নিদের্শ। আল্লাহর নির্দেশকে বাদ দিয়ে হাম্বিতাম্বি করে কোন ফায়দা হবে কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File