মুখের মধ্যে গোফ ঢুকে যাওয়া বেশ অস্বস্তিদায়ক !!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২১ জুলাই, ২০১৪, ১২:২৯:১২ দুপুর
এখন বিসমিল্লাহ বলে অনুষ্ঠান শুরুর দরকার নেই। বিসমিল্লাহ শব্দের বিরোধিতা আমি করছি না। উর্দু আর ফারসীর মিশেলে খোদা হাফেজ সংস্করণে আল্লাহ হাফেজ শব্দটা জিয়াউর রহমানের আমল থেকে শুরু হয়েছে। জিয়াউর রহমানের ভূত, পাকিস্তানের ভূত আমাদের ঘাড়ে চেপে বসে আছি। পাকিস্তানী ধ্যান ধারণা আমাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের মনোজগতে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে - অনুষ্ঠানের শুরুতে বিসমিল্লাহ আর বক্তব্যের শেষে আল্লাহ হাফেজ বলার সমালোচনা করে শাহরিয়ার কবির
উৎসঃ বিডিটুডে.নেট
আগেই বলেছিলাম মুখের মধ্যে গোফ ঢুকে যাচ্ছে। এটা হলে কথাগুলো এরকম হয়ে বের হতে পারে। অবশ্য মাথার একটা ভূমিকা রয়েছে। কিন্তু সবার ভাগ্যে সেটা থাকেনা।
বিষয়: বিবিধ
১৫৯৪ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এদের কথা ও কর্ম ইসলামবিরোধী ও রাষ্ট্রবিরোধী। ৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর মুরগী সাপ্লায়ার এখন বিশেষ এক চেতনার জোরে বড় মুক্তিযোদ্ধা। বড় সেলুকাস!
এই মচু গুলিকে কেমন লাগে ?
অথাৎ সু অর্থ ভাল। আর শীল হল নাপিতের উপাদি।
সেই হিসেবে "সুশীল" এর অর্থ হয় "ভাল নাপিত"।
এইসব মুচ ওয়ালা নাপিতের কাছ থেকে কি আমরা ভাল কথা আশা করতে পারি?
হেতে নিস্টার সাথে শয়তানের বিষ্টা খাওনের বিনিময়ে গুরু দায়িত্ব পালন করছে। অাপনে খামোখা তারে ডিস্টার্ব দিয়ে বিস্টা খেতে বাধা দিয়ে গ্যাঞ্জাম লাগাইতে চাচ্ছেন ক্যান?
মন্তব্য করতে লগইন করুন