মনে রাখিস, মে'র ৫ তারিখের কথা.... (কবিতা পোষ্ট)
লিখেছেন লিখেছেন ফরিদ মিঞা ০৬ মে, ২০১৩, ০৮:৩২:০২ রাত
এভাবে বুঝিয়ে দিয়েছিস তোদের 'মানবিকতা' !
রাতের আঁধারে, বাহিনীত্রয়ের পাশবিকতা!
মনে রাখিস, বুঝেও নিতে পারিস,
রাজনীতির মাঠে নামার ছিলনা খায়েস।
কসম খোদার! আর যাবনা ফিরে
আমার ভাইয়ের লাশগুলো সব ছেড়ে।
কুরআন পুড়িয়ে অপবাদ দিয়েছিস
মন্দির পুড়িয়ে মিথ্যা বলেছিস
পা চাটা কিছু মিডিয়া কুকুর পোষে
আগুন লাগিয়ে 'হাঙ্গামা' বলেছিস।
মে মাস, মনে রাখিস
৫ তারিখের বার
আগুন লাগিয়ে, বুলেট চালিয়ে
করেছিস ছারখার
দেখনি বিপ্লব, গণ-জাগরণ দেখনি ত কভু
খোদাদ্রোহিদের মিথ্যে বুলি গেয়েছিস শুধু শুধু
ভেবেছিলে তুমি সেটাই সত্য, সেটাই সর্বশেষ
বুঝনা ক' তুমি, নিজেই করেছ নিজের সর্বনাশ।
জেগেছে এবার প্রান্ত জনতা, লাগেনা ক' বিরিয়ানী
থামবে না তাঁরা, যত করো তুমি অযথাই হয়রানী।
জেল-জুলুমের হুলিয়ে দেখাও? দেখাও চোখ রাঙানী
তুমি তো জান না, দৃপ্ত পায়ে ফাঁসিতে চড়তে জানি।
যত 'আন্দামান' বানাস তোরা
কাশিমপুরের কারাগার
থামবে না কভু এই অবরোধ
কন্ঠে সবার, আল্লাহু আকবার!
ফরিদ মিঞা
বিষয়: রাজনীতি
১৫৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন