আসুন, উগ্রতা নয়, দায়িত্বশীলতার পরিচয় দিই...
লিখেছেন লিখেছেন ফরিদ মিঞা ০৩ এপ্রিল, ২০১৩, ০৪:০৪:৪৬ বিকাল
এক পক্ষ বাক স্বাধীনতার চরম অপব্যবহার করে দায়িত্বশীলতা ও দায় বদ্ধতার নূন্যতম পর্যায়েরও নীচে নেমে গিয়েছে। বাক স্বাধীনতা মানে যে মনগড়া যা খুশি তাই বলা বা লিখা নয়, তা আমার মুক্তমনা বন্ধুরা মানতেই পারেন না। বাক স্বাধীনতা মানে যে সাধারণ পথিকের 'বসন' নিয়ে টানাটানি করা নয় তা আমার মুক্তমনা বন্ধুরা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন, চরমভাবে ব্যর্থ হয়েছেন।
অন্যদিকে আস্তিক বন্ধুরা কিছু একটা শুনেই, বাছ-বিচার না করে ঢালাওভাবে নাস্তিক! নাস্তিক! বলে ঝাঁটা হাতে তেড়ে এসেছেন। একটু বুঝতে চান নি যে তারা কি বলেছে? কে বলেছে? কেন বলেছে? কিভাবে তাদের প্রতিবাদ করা যায়? একজন পাগলকে পিটিয়ে পাগলামি বন্ধ করা যায় না, তার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী মানসিক চিকিৎসা। তেমনি যারা আমার বিরুদ্ধমত পোষণ করে তাকে হুমকি, ধমকি বা মারধর করে আমার মতে আনা যাবে না, যায় না। এই সত্য ও সহজ বিষয় টা আস্তিক বন্ধুরা বুঝতে চান না।
বিষয় টা উভয় পক্ষ যত তাড়াতাড়ি উপলব্ধি করবে, ততই মঙ্গল।
বিষয়: রাজনীতি
১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন