রাজনীতি আর জমিদারী

লিখেছেন লিখেছেন আবু জুমাইনাহ ২৭ মে, ২০১৩, ০৬:৫৮:৩৮ সন্ধ্যা

"উইলিয়াম দা কঙ্গকেরার" মধ্যযুগে পুরো ইংল্যান্ডকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এক ব্যাতিক্রমী ভূমি বন্টন ব্যাবস্থা চালু করেছিলেন। যা "ফিউডাল সিস্টেম" নামে পরিচিত। ভারতীয় উপমহাদেশে এই সিস্টেমের পরিবর্ধিত রুপের নামই হলো "জমিদারী প্রথা"। জমিদার আর ভূপতিরা নিজস্ব ক্ষমতা আর প্রতিপত্তি ধরে রাখার জন্য লাঠিয়াল বাহিনী পোষতেন। এই জমিদার আর লাঠিয়ালদের ফিউডাল সিস্টেমে যথাক্রমে "Barons and Knights" বলা হয়।

এখন মুল কথায় আসি। আমার আসল উদ্দেশ্যে ইতিহাসের কথা বলা নয়। আমি বর্তমান নিয়েই বেশি চিন্তিত। বাংলাদেশের বর্তমান গনতান্ত্রিক ব্যাবস্থা মধ্যযুগের জমিদারি প্রথার আধুনিক Version। আজো প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা জমিদারি করছেন আর তাদের লাঠিয়াল বাহীনি হিসেবে কাজ করে যাচ্ছে তাদের অঙ্গসংগঠনের বা জোটের নেতা-কর্মীরা। ইতিহাস সাক্ষী, এই প্রথা-সিস্টেম যুগ যুগ ধরে সাধারন জনগনকে শোষন আর নিপীড়নের এক শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যাবহার করা হয়েছে।

শাহ জাফর আব্দুল্লাহ

বিষয়: রাজনীতি

১৩৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File