আহত বা জখম করা আমার কাজ নয়।

লিখেছেন লিখেছেন আবু জুমাইনাহ ০৮ এপ্রিল, ২০১৩, ০৮:০৪:৩৭ সকাল



ধর্ম খুব পবিত্র। একে অপবিত্রতা থেকে রক্ষা করা সকল ধর্ম পালন কারীদের অবশ্য কর্তব্য। ধর্মকে রাজনীতির মত নোংরা জিনিসের সাথে মিশানো ঠিক না। ধর্ম কেবল ব্যাত্তিগত জীবনে পালনের জন্য। ধর্ম যার যার রাস্ট্র সবার।

এখানে এসেই এই লেখার ব্যপার স্বিদ্বান্তে পৌছাবেন না, প্লিয! উপরোত্ত কথাগলো আমাদের দেশের অনেক বিদ্বানদের কাছ থেকে প্রতিনিয়ত শুনছি।

"ধর্ম খুব পবিত্র। একে অপবিত্রতা থেকে রক্ষা করা সকল ধর্ম পালন কারীদের অবশ্য কর্তব্য।" এই দু বাক্যর সাথে পুরোপুরি একমত, কিন্তু বাকী কথা গুলোর সাথে একমত হওয়া একজন মুসলমান হিসেবে অসম্ভব।

আমি জানি দীর্ঘ আলোচনার জায়গা এটা নয়। তারপরও যা না বললে এতসময় ধরে ল্যাপটপের কিপ্যাডে হাত বোলানো বেকার হয়ে যাবে।



ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম। এতে কোন অপূর্ণতা নেই। মানব জীবনের প্রত্যেক বিভাগ পরিচালনার ব্যাপারে ইসলামের নিজস্ব মূলনীতি এবং ব্যখ্যা রয়েছে, ইনক্লোডিং রাজনীতি। এ মূলনীতি ও ব্যখ্যার গন্ডির বাইরে কোন মুসলমান যেতে পারবে না।ইসলামকে রাস্ট্র পরিচালনা বা রাজনীতির সাথে মিশালে অপবিত্র হয়ে যাবে, এ বত্তব্য ইসলাম বিরোধী।একথাগুলো রাসুলে কারীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এবং খোলাফায়ে রাশিদীনের পবিত্র জীবনের বিশাল অংশকে অস্বীকার করার শামিল। রাসুলে কারীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। এবং খোলাফায়ে রাশিদীন শেষ নি:শ্বাস ফেলার পূর্ব মূহুর্ত পর্যন্ত সফলতার সাথে ইসলামী রাস্ট্র পরিচালনা করেছেন। রাস্ট্র পরিচালনা ও রাজনীতি ইসলামকে অপবি্ত্র করে না। বরং রাজনীতি থেকে ইসলামকে সরি্যে দেয়ার মানে হলো, আমাদের দ্বীন জীবনের সব সমস্যার সমাধান দিতে অক্ষম একথা মেনে নেয়া। নাঊযুবিল্লাহ।

শেষ কথা হলো- নিজেকে নিয়মিত নামাযি ও রোযাদার বলে দাবী করা। মিঠা মিঠা বুলি বলে ইসলামকে কেবল ব্যাত্তিগত জীবনেই সীমাবদ্ব করা। আর জীবনের বাকী সব বিষয়ে মানব রচিত মতবাদ অনুযায়ী চলা।

এদের সম্পর্কে ইসলামের একটা টের্ম রয়েছে- "মুনাফিক"।



মজার কথা হলো তারা জীবন যাপন করবেন মুনাফিকদের মতো এতে সমস্যা নাই, কিন্তু তাদের মুনাফিক বলে ডাকা ভয়ংকর পাপ। তারা এতে আহত হন।

আহত বা জখম করা আমার কাজ নয়।ল্যাপটপের কিপ্যাডে আমার আঙ্গুল বুলানো কেবলমাত্র সত্যকে উন্মোচন করার জন্য।

বিষয়: রাজনীতি

১৩৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File