আজকের উন্মাদদের জন্য
লিখেছেন লিখেছেন অনল দুহিতা ০৪ মে, ২০১৩, ০১:০৮:১৫ দুপুর
পিচঢালা পথের বাঁকে বাঁকে আজ কিছু উন্মাদ আগ্নেয়গিরী
সর্বস্ব ছেড়ে যারা এসেছে সর্বস্ব হারাতে।
এ যৌবন বাধা মানেনা,
প্রয়োজনে রাজপথে বিছাবে খুনের গালিচা।
শিরায় যে আজ অনল প্রবাহ!
সে অনলে হবে পুড়ে ছারখার তাগুতের বুনিয়াদ।
বিষয়: বিবিধ
৮৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন