রুপান্তর
লিখেছেন লিখেছেন অনল দুহিতা ০৯ এপ্রিল, ২০১৩, ১১:০৬:২১ সকাল
চাওয়া পাওয়ার শূণ্যস্থানে অনেক স্বপ্ন বিলীন হয় বাস্তবতার শেকলে রোজ বাধা পড়ে অজস্র অনুভূতি।
জীবন স্বপ্ন দেখতে শেখায়,
ভাঙ্গতে শেখায়,
ভাঙ্গা-গড়ার এ অত্যাচার সইতে শেখায়।
আমরা একান্ত বাধ্যগত শিক্ষার্থী,
তাই অনুভূতির সঙ্গা রোজ পাল্টায়।
কেউ কেউ পুরোনো অনুভূতিকেই খুঁজে বেড়ায়
ভাঙ্গা স্বপ্নদেরই আকড়ে ধরে,
সমাজে এরা মুল্যহীন।
এরা যে অবাধ্য শিক্ষার্থী!
তাই আমরা বাধ্যগতরা আড় চোখে দেখি,
ওদের হেরে যাওয়া, হারিয়ে যাওয়া...
আহারে! ওরা যন্ত্র হতে পারলনা, মানুষই রয়ে গেলো...
বিষয়: সাহিত্য
৮৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন