গন জাগরনমঞ্চ ও আমার ভাবনা
লিখেছেন লিখেছেন পথেরসাথী ৩১ মার্চ, ২০১৩, ১১:৫৩:০৬ রাত
বাংলাদেশের প্রায় সমস্থ মিডিয়া যেমনঃ প্রিন্ট মিডিয়া,অডিও মিডিয়া,ভিডিও মিডিয়া এই গন জাগরনমঞ্চের হয়ে প্রচার করলো।দেশের প্রায় সব সাংস্কৃতিক ব্যাক্তিগন এই গন জাগরনমঞ্চের হয়ে কাজ করলো।দেশের প্রায় অধিকাংশ বুদ্ধিজীবি,লেখক,কবি,সাহিত্যক এই গন জাগরনমঞ্চের হয়ে লেখালখি করলো,বিভিন্ন বক্তব্য দিল।একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী তার সর্বশক্তি দিয়ে সমাবেশের নিরাপত্তা দিল।দেশের প্রধানমন্এী থেকে শুরু করে স্পিকার,সাংসদ সবাই এই সমাবেশে সংহতি প্রকাশ করলো।তারপরও এই গন জাগরনমঞ্চের আজ এই অবস্থা কেন?তাহলে কি এরা সবাই ভুল পথে চলছিল?নাকি এই গন জাগরনমঞ্চ সরকারের সমস্থ ব্যর্থতা ঢাকার জন্য একটা নীল নকশা?না কি কোন বিদেশী মহল এই দেশে ইসলাম কে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছিল?
সবশেষে একটা কথা আমার বারবার মনে হচ্ছে,মহান আল্লাহ তায়ালা বলেছেন "তারা পরিকল্পনা ও চক্রান্ত করে আর আল্লাহও পরিকল্পনা করেন কিন্তু আল্লাহ তায়ালা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।"-সুরা আলইমরানঃ৫৪
"নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল।"-সুরা আননিসাঃ৭৪
"বল সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে।আর মিথ্যাতো বিলুপ্ত হওয়ার জন্যই।"-সুরা বনী ইসরাইলঃ৮১
বিষয়: বিবিধ
১৩০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন