ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় বুয়েট শিক্ষকের সাত বছরের কারাদণ্ড।

লিখেছেন লিখেছেন পথেরসাথী ২৭ জুন, ২০১৩, ০৮:১০:০৯ রাত

ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় বুয়েট শিক্ষকের সাত বছরের কারাদণ্ড।

গতবছরের ১৯ এপ্রিল ‘দৈনিক ভোরের কাগজ’-এ এই সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জননেত্রী পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি এ বি সিদ্দিকী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে গোয়েন্দা পুলিশ ঘটনার তদন্ত করে গত বছরের ১৭ জুন হাফিজুর রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। এ সময় পাঁচজনকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করা হয়।

সে সময় এ বি সিদ্দিকী বলেছিলেন, ‘ওই লেখা পড়েআমার মনে হয়েছে তা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করেই লেখা হয়েছে।

সে সময় হাফিজুর রহমান বলেছিলেন, ‘ওই বক্তব্য কোনো ব্যক্তিকে উদ্দেশ করে লেখা হয়নি। হায়েনা বলতে অনিয়ম আর দুর্নীতিকে বোঝানো হয়েছে।’

বিচার কাজ শেষ হলে রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণে সক্ষম হওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আসামিকে সাত বছরের কারাদন্ডের সাজা দেওয়া হয়।

বিষয়: বিবিধ

১৪৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File