বাস্তব হও ম্যান। :P
লিখেছেন লিখেছেন বিদ্রোহী ২৪ জুন, ২০১৩, ১২:১৩:২১ রাত
চাঁদ দেখলাম। কিন্তু কৌতুহলী মনের কারণে চাঁদকে নিয়া আজকের এই 'গুজব' মেনে নিতে পারলাম না। তাই একে নিয়া গবেষণা করে তার লাইভ আপডেট এখানে দেওয়া হল।
ধরি, চাঁদের বর্তমান ব্যাসার্ধ r মিটার।
. ' . চাঁদের বর্তমান আয়তন, V = (4/3)πr^3 . . . . . (1)
আবার চাঁদের আদি ব্যাসার্ধ = এখন যা আছে তাই (এমন কোন মহাজাগতিক ঘটনা ঘটেনাই যে বাসার্ধ বাড়া কমা হইবে) = r মিটার
. ' . চাঁদের আদি আয়তন, V' = (4/3)πr^3 . . . . . (2)
সমীকরণ ১ থেকে ২ বিয়োগ করলে বিয়োগফল পাই ০।
সুতরাং কী পাওয়া গেল? চাঁদ নিয়া আজাইরা চিল্লানি। চাঁদ একটুও বড় হয়নি। একটুও বড় লাগছেনা। :P
# আজাইরা চিল্লায়েন না। গণিত কি বলে তাই দেখেন । বাস্তব হও ম্যান। :P
আপডেট 'পম': here
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন