বীর বাঙালী শ্লোগান ধর আBAL মুক্ত বাংলা গড়।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী ০৭ এপ্রিল, ২০১৩, ১০:১৩:২৩ রাত
আজ জীবন্ত এক কিংবদন্তীর সহিত সাক্ষাত হইল। শুধুমাত্র সিনিয়র এবং অপরিচিত লোক হওয়াতে কিছু কইবার পারিনাই। যাইহউক দেশের চলমান উন্নতির পথে জামাত ও হেফাজতে ইসলাম যেসব অপকর্ম(?) করতেছে তার একটা অতিদীর্ঘ লেকচার শুনিয়ে দিলেন। তার কথার মূলভাব হইতেছে হেফাজতে ইসলাম বাংলাদেশকে মধ্যযুগীয় রাষ্ট্রে পরিণত করিতে চায়। তার কথায় প্রতিক্রিয়া না জানাইতে পারার প্রতিক্রিয়াসরূপ আমার সারা শরীরের রক্ত ফুটিতেছিল। যাইহউক চক্ষু সার্থক হইল। এতদিন এরকম কিংবদন্তী শুধুমাত্র টিভির টকমিষ্টিশো তেই দেখতে পাইতাম। আজ নিজ চক্ষে দেখলাম। এমন সৌভাগ্য(¿) কয়জনের হয়!!
আর একটা কথা না বললেই নয়। এই মহাঘটনা সংঘটিত হইবার সময় আর একজন বলল আজকের আমার দেশ পত্রিকায় নাকি বলেছে - আমার দেশ ছাড়া দেশ চলেনা। মনে আমার খটকা লাগল। তখনও 'আমার দেশ' আমার হাতেই (কিছুক্ষণ আগেই কিনেছিলাম)। খুলে কথাটা খুঁজতে লাখলাম। লিখা আছে - "আমার দেশ বন্ধের চেষ্টা করা হলে দেশ অচল করে দেওয়া হবে।" এসমস্ত আBAL এর কারণেই জনমনে বিভ্রান্তি ছড়ায়।
হে আল্লাহ তুমি এই সব আবালদেরকে হেদায়েত দাও। নইলে রশি ফেলাও এরা উইঠা যাক।
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন