হেফাজতে ইসলামের প্রধান নেতার বিরুদ্ধে - ইসলাম অবমাননার মামলা হচ্ছে !!!
লিখেছেন লিখেছেন এলিট ০৭ এপ্রিল, ২০১৩, ১০:১৫:২১ রাত
হেফাজতে ইসলাম এর প্রধান নেতা জনাব শাহ আহমেদ শফীর (৯৩) বিরুদ্ধে ইসলাম অবমাননার মামলা হচ্ছে। এই মামলার বাদী পক্ষের উকিল হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর, যিনি এর আগে জামাত-শিবির নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলেন।
জনাব শাফীর বিরুদ্ধে অভিযোগ, তার লেখা অনুবাদ বই "ভিত্তিহীন প্রশ্নের জবাব" এর কোন এক প্রশ্নের জবাব ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছিলেন
- "আল্লাহ-তায়ালা মিথ্যা বলতে পারেন এমনকি ওয়াদারও বরখেলাফ করতে পারেন, কিন্তু করেন না।"
লক্ষ্য করুন - বইটি হল ভিত্তিহীন প্রশ্নের উত্তরের বই। এখানে এমন একটি ভিত্তিহীন প্রশ্ন থাকতে পারে
প্রশ্নঃ আল্লাহ কি মিথ্যা বলতে বা ওয়াদা ভঙ্গ করতে পারেন?
এই প্রশ্নের উত্তরে জনাব শাফী উপরের উক্তিটি ছাড়া আর কি বলবেন? আল্লাহ সর্ব শক্তিমান। তিনি সব করতে পারেন। কিন্তু তিনি সেই কাজগুলোই করেন যেগুলো তাকে সর্ব শক্তিমান আল্লাহর আসনে রাখবে। করতে পারলেই সব করেন না। আর সে কারনেই তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। তার কারোর সাথে তুলনা হয় না। জনাব শাফী এখানে কোন ভুল বলেন নি, আল্লাহর অবমাননাও করেন নি।
ওদিকে আমাদের সনামধন্য ব্লগারেদের লেখা দেখুন
- কেউ আল্লাহকে "এল্যা ফাক" লিখেছে, মুহাম্মাদ কে "মহা উম্মাদ লিখেছে" ।
- কেউ লিখেছে "আল্লাহ আমার খাটের নিচে বসে গাঞ্জা টানে"
- কেউ লিখেছে "আমি তো ফেসবুকে কমেন্ট করতে পারি, আল্লাহর তো সে ক্ষমতাও নেই - আমিই আল্লাহ"
- এছাড়া আরো অনেক রুচীহিন অশ্লিল কথা লিখেছে যা দেশের সবাই ইতিমধ্যে জানে।
ইসলামের অবমাননা ঠেকাতে উদ্গ্রীব ওই সব মামলাকারী বরাহ শাবকেরা কি ব্লগারদের লেখা চোখে দেখে না?
সব আসলে রাজনীতি। ইসলামিক আন্দোলনের এত লোক দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে। তাই একই গেম আবার খেলার চেস্টা করছে।
সারা দেশের রাজাকার বাদ দিয়ে শুধু জামাতের নেতাদের বিচারের নামে হয়রানী করেছে। এখন চেস্টা করছে নাস্তিক বাদ দিয়ে ইসলামী হেফাজতের নেতাদের হয়রানী করার চেস্টা। এভাবে তারা নিজেরাই নিজেদের পতন ডেকে আনছে।
বরাহ = শুকর
সুত্রঃ এখানে দেখুন
বিষয়: বিবিধ
১৮৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন